শাহী লিচু ফিরণি (Shahi Lichu phirni recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#jamai2021
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজা করেন । ষষ্ঠীকে সন্তান-সন্ততি দেবী বা দেববহির্ভূত লৌকিক দেবীও বলা যায় । ঘর ও মন্দিরের বাইরে বট, করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এ পূজা করা হয়। এজন্য জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা যায়। এ পূজায় ধর্মীয় সংস্কারের চেয়ে সামাজিকতা বিশেষ স্থান পেয়েছে ।

শাহী লিচু ফিরণি (Shahi Lichu phirni recipe in Bengali)

#jamai2021
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজা করেন । ষষ্ঠীকে সন্তান-সন্ততি দেবী বা দেববহির্ভূত লৌকিক দেবীও বলা যায় । ঘর ও মন্দিরের বাইরে বট, করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এ পূজা করা হয়। এজন্য জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা যায়। এ পূজায় ধর্মীয় সংস্কারের চেয়ে সামাজিকতা বিশেষ স্থান পেয়েছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জনের জন্য
  1. ১/৪ কাপ বাসমতী চাল
  2. ১ লিটার ফুল ফ্যাট দুধ
  3. ১ কাপ চিনি
  4. ১ চা চামচ ঘি
  5. ২ টেবিল চামচ খোয়া ক্ষীর
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  7. ১০ টা লিচু কুচি করা
  8. ১০ টা লিচু গ্রেট করা
  9. ১০ টা ড্রাই ফ্রুটস (কাজু, কিশমিশ, আমন্ড সব মিলিয়ে)
  10. ১ চিমটি কেশর

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চাল ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর চালটাকে গ্রেট করে নিতে হবে ।

  3. 3

    কড়াইতে ঘি গরম করে দারচিনি হালকা করে ভেজে নিতে হবে।

  4. 4

    হাফ মিনিট বাদে দুধটা কড়াইতে দিতে হবে এবং ফুটাতে হবে।

  5. 5

    ২ মিনিট ভালোভাবে দুধটা ফোঁটার পর চালটা মেশাতে হবে।

  6. 6

    চালটা সিদ্ধ হয়ে গেলে খোয়া ক্ষীর ও চিনিটা মেশাতে হবে।

  7. 7

    এক মিনিট বাদে কেশর,এলাচের গুঁড়া ও ড্রাই ফ্রুটস এর কুচি কিছুটা রেখে দিয়ে মেশাতে হবে।

  8. 8

    যখন সব উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে তখন লিচুর কুচি এবং গ্রেট করা লিচুগুলো ভালোভাবে মেশাতে হবে। (কম আঁচে)

  9. 9

    এবার দশ মিনিট কম আঁচে রান্না করতে হবে।

  10. 10

    ঘন হয়ে এলে নামিয়ে উপরে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে রুম টেম্পারেচার এ ঠাণ্ডা করে ফ্রিজে 4 ঘন্টা রাখতে হবে।

  11. 11

    তারপর বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes