ফিরনি (phirni recipe in Bengali)

Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

#মিষ্টি
ফিরনি একটি ব্যতিক্রমী আনন্দিত ভারতীয় মিষ্টি যা আমরা কখনই না বলতে পারি না।

ফিরনি (phirni recipe in Bengali)

#মিষ্টি
ফিরনি একটি ব্যতিক্রমী আনন্দিত ভারতীয় মিষ্টি যা আমরা কখনই না বলতে পারি না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৭৫ গ্রামবাসমতী চাল
  2. ১ লিটারফুল ফ্যাট দুধ
  3. ১/২ কাপচিনি
  4. ১/৪ টেবিল চামচএলাচ গুঁড়ো
  5. 2 চা চামচ জাফরান দুধ
  6. ৪ টে ভাঁড়

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ভাঁড় গুলিকে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে তুলে নিন।

  2. 2

    বাসমতী চাল ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।জল ঝরিয়ে চাল শুকিয়ে গুঁড়ো করে নিন। সুজি যেমন গুঁড়ো হয়,সেই রকমই চাল গুঁড়ো করে নিন।

  3. 3

    একটি বড় কড়ইয়ের মধ্যে ১ লিটার দুধ  নিন,মাঝে মাঝে নাড়ুন।

  4. 4

    দুধ ঘন হওয়ার আগ পর্যন্ত আঁচ কম রাখুন।একটি ছোট বাটিতে চালের গুঁড়ো ও অল্প দুধ মিশিয়ে রাখুন।

  5. 5

    এবার তৈরি করা চালের গুঁড়ো দিয়ে একটানা ৫ মিনিট নাড়ুন।  নাহলে গলদ/ দলা পাকিয়ে যেতে পারে।

  6. 6

    মাঝে আরও ৫ মিনিট নাড়তে থাকুন। চাল পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত দুধ ফোটান।

  7. 7

    এক কাপ চিনি এবং ২ চামচ জাফরান দুধ দিন। দুধ ঘন হওয়া পর্যন্ত ক্রিম ভাল করে মিশ্রিত করুন।এলাচ গুঁড়ো দিন এবং ভালো মতো মিশিয়ে নিন।

  8. 8

    ঘন হয়ে এলে ফিরনি ভাঁড়ে ঢালুন,এবং বেশ কয়েকঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

Similar Recipes