চিংড়ি মাছের মালাইকারি(chingri maacher malaikari recipe in Bengali)

শ্রেয়া দত্ত
শ্রেয়া দত্ত @cook_25151492

#ebook2
#জামাইষষ্ঠীস্পেশাল
জামাইষষ্ঠী মানেই অনেক খাবার অনেক আয়োজন আর তার মধ্যে আমার পছন্দের সবচেয়ে লোভনীয় পদটি আজ শেয়ার করছি।

চিংড়ি মাছের মালাইকারি(chingri maacher malaikari recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠীস্পেশাল
জামাইষষ্ঠী মানেই অনেক খাবার অনেক আয়োজন আর তার মধ্যে আমার পছন্দের সবচেয়ে লোভনীয় পদটি আজ শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 15 পিসচিংড়ি মাছ
  2. 3 টে বড় বাটা
  3. 1 ইঞ্চিআদা বাটা
  4. 10-12 কোয়ারসুন বাটা
  5. 4টেবিল চামচ পোস্ত বাটা
  6. 4টেবিল চামচ ফেটানো টকদই
  7. 1টানারকেলের দুধ
  8. 3-4 টেএলাচ
  9. 2 টোদারচিনি
  10. স্বাদমতোনুন
  11. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  12. 2 টোশুকনো লঙ্কা
  13. 2 টোচেরা কাচা লঙ্কা
  14. পরিমাণ মতো সর্ষের তেল
  15. পরিমানমতোঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছগুলোয় নুন, হলুদ মাখিয়ে অল্প ভেজে তুলে নেবো। এরপর কড়ায় আরেকটু তেল আর ঘি মিশিয়ে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এরপর আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা দিয়ে মাঝে নুন আর হলুদ দিয়ে নাড়তে থাকবো।তেল ছেড়ে এলে পোস্ত বাটা দিয়ে আবারো নাড়বো মশলা কষে আসলে নারকেলের দুধ আর মিহি করে কোরানো নারকেল দিয়ে দেবো।

  2. 2

    ঝোল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। তেল ছেড়ে এলে ফেটানো টকদই দিয়ে মিশিয়ে চেরা কাচা লঙ্কা দিয়ে আর ও কিছুক্ষন নেড়েচেড়ে নেবো।

  3. 3

    শেষে ঘি ছড়িয়ে গ্যাস অফ করে কিছুক্ষন ঢাকা চাপা দিয়ে রেখে নামিয়ে নিয়ে উৎসবের দিন গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ্রেয়া দত্ত

Similar Recipes