মাটন কষা (mutton kosha recipe in Bengali)

Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

মাটন কষা (mutton kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩জন
  1. ৭০০ গ্রাম খাসির মাংস
  2. ২টো বড় আলু
  3. ৪টে বড় পেঁয়াজ
  4. ১/২কাপ টক দই
  5. ১চা চামচ ধনে গুঁড়ো
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. ১চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. ১চা চামচ লবণ
  9. ১/২কাপ সরিষার তেল
  10. প্রয়োজন মত২টো এলাচ, ২টো লবঙ্গ, ২টো দারুচিনি, ২টো তেজপাতা
  11. ১চা চামচ শুকনো লংকা গুঁড়ো
  12. ১চা চামচ চিনি
  13. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. ১চা চামচ আদা বাটা
  15. ১চা চামচ রসুন বাটা
  16. ২টো টমেটো
  17. ২টো কাঁচা লঙ্কা
  18. ১চা চামচ হলুদ গুঁড়ো
  19. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    মাংস ভালোকরে ধুয়ে জল ঝড়িয়ে তারমধ্যে আদা রসুন বাটা, তেল, হলুদ, নুন, টকদ‌ই মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা।

  2. 2

    একটি কড়াইতে তেল গরম করে তারমধ্যে অল্প চিনি, গোটা গরম মসলা,তেজপাতা ফোরন দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে তারমধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষানো হলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে নাড়তে হবে।

  3. 3

    মাংস থেকে তেল বেড়িয়ে এলে ১কাপ উষ্ণ গরম জল ওভাজা আলু দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আর ও ১০ মিনিট। ১০ মিনিট পর মাংস সেদ্ধ হয়ে গেলে উপর দিয়ে ঘি ও গরম মসলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম পোলাও এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

মন্তব্যগুলি (8)

Asmita Rupani
Asmita Rupani @Tastelover_Asmita
All your recipes are superb and delicious. You can check my profile and follow me if you wish.

Similar Recipes