ঘুগনি(ghoogni recipe in Bengali)

Karabi
Karabi @cook_28916276

ঘুগনি(ghoogni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ঘুগনি মটর
  2. ১ টেবিল চামচ রসুন বাটা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১/২ টমেটো
  5. ২ টি পেয়াঁজ কুচি
  6. ১/২ চা চামচ করে ধনে,জিরে গুঁড়া, হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ ভাজা মশলার গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. প্রয়োজন মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি বাটিতে চার থেকে পাঁচ ঘন্টা ঘুগনি মটর জলে ভিজিয়ে রেখে তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে

  2. 2

    তারপর একটি কড়াইতে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো দিয়ে ভালো করে

  3. 3

    সমস্ত গুঁড়ি মসলা একাই কি দিয়ে নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে সিদ্ধ করে রাখা ঘুগনি মটর দিয়ে ভালো করে নাড়তে হবে

  4. 4

    তার পরে জল দিয়ে ফুটাতে হবে জল ফুটে উঠলে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে পেঁয়াজকুচি লঙ্কা কুচি লেবুর রস দিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Karabi
Karabi @cook_28916276

মন্তব্যগুলি

Similar Recipes