ঘুগনি(ghoogni recipe in Bengali)

Ankhi Khan
Ankhi Khan @Mistu

ঘুগনি(ghoogni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
4জধ
  1. 1 কাপভেজানো মটর
  2. 1 টা বড় আলু
  3. 1 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. স্বাদ মতনুন
  6. 1/2 চা চামচচিনি
  7. 2 টো পেঁয়াজ কুচি
  8. 2চা চামচ টমেটো সস
  9. 1টেবিল চামচ রসুন বাটা
  10. প্রয়োজন অনুযায়ীতেল
  11. 1 চা চামচ জিরা গুঁড়ো
  12. 1/2 চা চামচচানা মশলা গুঁড়ো
  13. 1চা চামচ লঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখা মটর গুলোকে ভাল করে সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    কড়াইতে তেল গরম করে আলু কুচি গুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    ওই কড়াইতে পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে

  4. 4

    অল্প জল টমোটো শস এবং সমস্ত রকম মসলার স্বাদ মত নুন নুন দিয়ে মসলে তাকে ভালভাবে কষিয়ে নিতে হবে

  5. 5

    মশলাটা কষা হলে সেদ্ধ করা মটর ভাজা আলু সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  6. 6

    এবং ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে।

  7. 7

    10 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে।
    7

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankhi Khan
Ankhi Khan @Mistu

Similar Recipes