মোগলাই মটন ও পোলাও (Moghlai mutton o polao recipe in Bengali)

Rima Sarkar
Rima Sarkar @cook_30996564

মোগলাই মটন ও পোলাও (Moghlai mutton o polao recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. পোলাও এর জন্য
  2. 1কাপগোবিন্দভোগ চাল
  3. 1চিমটিহলুদ ফুড কালার
  4. 2 টোএলাইচ
  5. 2টোদারচিনি
  6. স্বাদমতোলবণ
  7. প্রয়োজন অনুযায়ীঘি, গোলাপ জল
  8. স্বাদ অনুযায়ীচিনি
  9. পরিমান মতোকাজু কিসমিস
  10. 2 টোলবঙ্গ
  11. 2 টোতেজপাতা
  12. মটন এর জন্য
  13. 500 গ্রামমটন
  14. 50 গ্রামকাজু
  15. 5 টাপেঁয়াজ বড়ো
  16. 3 চা চামচরসুন পেস্ট
  17. 5/6 টাগোটা শুকনো লঙ্কা
  18. 1 চা চামচকাশ্মীরি রেড চিলি পাউডার
  19. 1/2জায়ফল
  20. 2 টিলবঙ্গ
  21. 1 টুকরোদারচিনি
  22. 8/10 টাগোটা গোলমরিচ
  23. 3 চা চামচপোস্ত বাটা
  24. 2 টিতেজপাতা
  25. 3 চা চামচদই
  26. প্রয়োজন মতকেওড়া জল
  27. পরিমান মতঘি
  28. পরিমাণ মতোরিফাইন্ড অয়েল
  29. 1 টিজয়িত্রী
  30. 1 চা চামচজিরে গুঁড়ো
  31. 1 চা চামচধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ফার্স্ট মটন এ দই দিয়ে 30 মিনিট রেখে দিতে হবে,পেঁয়াজ কিচ্ছু বিরেস্তা করে রাখতে হবে, আর একটুকরো দারচিনি,জাইফল, জয়িত্রী,এলাইচ, লবঙ্গ, আর গোলমরিচ গুঁড়ো করে রাখতে হবে (এটা তেলে ফোড়ন এর মসলা) মিক্সি তে আগে থেকে কাজু বিরেস্তা আর গোটা শুকনো লঙ্কা ও পোস্ত শুকনো কড়াই তে ভেজে মিহি পেস্ট করে রাখতে হবে

  2. 2

    এবার প্রেসার কুকার তে অয়েল ও ঘি মিশিয়ে ওতে তেজপাতা দিয়ে ফোড়ন এর মসলা দিয়ে বাকি কুঁচানো পেঁয়াজ টাও দিয়ে নাড়তে হবে.

  3. 3

    পেঁয়াজ সামান্য কালার এসে গেলে আদা রসুন জিরে গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে কাজুর পেস্ট দিয়ে নেড়েচেরে মটন দিয়ে ভালো করে কসতে হবে লবণ হলুদ অ্যাড করে আবারো কসে মটন থেকে অয়েল ছেড়ে দিলে পরিমান মতো গরম জল অ্যাড করে প্রেসার এ 7/8 টা ছিটি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে

  4. 4

    এর পর কুকার এর ঢাকনা খুলে কেওড়া জল দিয়ে মিশিয়ে নিলেই রেডি মুঘলাই মটন.

  5. 5

    পোলাও এর জন্য
    গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে দিতে হবে এর পর কড়াই তে ঘি দিয়ে ওতে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে চাল গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে কালার একটু চেঞ্জ হয়ে এলে ওতে 1 কাপ চাল এ তিন কাপ জল অ্যাড করে দিতে হবে এবার একে একে কাজু, কিসমিস, গোলাপ জল, চিনি,সামান্য লবণ, হলুদ ফুড কালার দিয়ে রাইস কুকার এ বসিয়ে দিলেই রেডি পোলাও

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rima Sarkar
Rima Sarkar @cook_30996564

Similar Recipes