মটর ঘুগনি (motor ghugni recipe in Bengali)

Daliya Roy
Daliya Roy @daliyaroy

মটর ঘুগনি (motor ghugni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম মটর
  2. ৪ল চামচ সরষের তেল
  3. ২ টোমাঝারি সাইজের আলু ও একটি টমেটো
  4. ১ টিপিঁয়াজ একটি রসুন ও এক ইঞ্চি আদার টুকরো
  5. ১ চা চামচগোটা জিরে এক চামচ গোটা ধনে ও চারটে শুকনো লঙ্কা
  6. স্বাদমতো নুন ও এক চামচ চিনি
  7. প্রয়োজন অনুযায়ীজল
  8. ১ চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মটর কলাই গুলো আগের দিন রাত থেকেই ভিজিয়ে রাখতে হবে তারপর রান্নার সময় কলাইগুলো প্রেসার কুকারের নিয়ে দুটো সিটি দিতে হবে

  2. 2

    কড়াইতে ৩ চামচ সরষের তেল দিয়ে তাতে সামান্য গোটা জিরা ও ২টি শুকনো লঙ্কা ও১ টি তেজপাতা ফোড়ন দিয়ে আলু গুলো চার টুকরো করে তেলের মধ্যে ভাল করে ভেজে নিতে হবে

  3. 3

    এদিকে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিতে হবে

  4. 4

    গোটা জিরে ধনী ও দুটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ভাজা মশলা তৈরি করতে হবে

  5. 5

    এরপর কড়াইয়ে আলুগুলো ভালো করে ভাজা হলে তাতেই টমেটো কুচি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ পর সেদ্ধ করে রাখা মটর কলাই কড়াইতে দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পর করাইতে পরিমাণ মতোজল দিতে হবে দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে এলে উপর দিয়ে ভাজা মসলা ছিটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে

  6. 6

    এরপর ঘুগনি টা একটা বাটিতে নিয়ে তাতে সামান্য লেবুর রস শসা কুচি ও নারকেল কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Daliya Roy
Daliya Roy @daliyaroy

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes