চাল পটল(chal potol recipe in Bengali)

Sabita Majumdar
Sabita Majumdar @cook_31506008

#sanghamitra
#আমারপ্রিয়রেসিপি

চাল পটল(chal potol recipe in Bengali)

#sanghamitra
#আমারপ্রিয়রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 300 গ্রামপটল
  2. 1 টা আলু ডুমা ডুমো করে কাটা
  3. 1 মুঠো গোবিন্দভোগ চাল
  4. 1টেবিল চামচ ধনে জিরা গুঁড়ো
  5. 1টেবিল চামচ +1/2চা চামচহলুদ গুঁড়ো ,শুকনো লঙ্কা গুঁড়ো
  6. 1 চা চামচআদা বাটা
  7. 4টে কাঁচা লঙ্কা
  8. 1 টা ছোট টমেটো কুচি
  9. 1 টা তেজপাতা
  10. 1টেবিল চামচ ঘি
  11. 1টেবিল চামচ চিনি
  12. 1/2 চা চামচগরম মশলা
  13. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল ধুয়ে রেখে দিতে হবে, পটল অল্প অল্প ছাড়িয়ে দু ভাগ করে কেটে নিতে হবে।পটলের খোসা একটু একটু যেন লেগে থাকে আর পটল টা দুই ভাগ করে কেটে নিতে হবে

  2. 2

    কড়াইয়ে সরষে তেল গরম করে আলু ও পটল ভালো করে ভেজে নিতে হবে।
    ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখতে হবে

  3. 3

    তারপর ওই অবশিষ্ট তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে তাতে ধুয়ে রাখা চাল কড়াতে দিতে হবে।
    একটু নেড়ে নিয়ে সমস্ত মসলা দিয়ে ভালো করে কষাতে হবে সামান্য জল দিয়ে দুমিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  4. 4

    দুমিনিট বাদে ঢাকা খুলে ভেজে তুলে রাখা পটল আলু দিতে হবে।
    এক কাপ গরম জল দিতে হবে
    আবার দুমিনিট ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট

  5. 5

    পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে আবার ভাল করে মিশিয়ে গায়ে মাখা হয়ে এলে ঘি গরম মসলা মিশিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে
    ঢাকা খুলে আমি অন্য পাত্রে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sabita Majumdar
Sabita Majumdar @cook_31506008

Similar Recipes