মোচার পাতুরি (Mochar paturi recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

মোচার পাতুরি (Mochar paturi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৬ জন
  1. ১ টা মাঝারি মোচার ভিতরের কচি অংশটি
  2. ১ চা চামচ কালো সর্ষে বাটা
  3. ১ চা চামচ সাদা সর্ষে বাটা
  4. ১ চা চামচ পোস্ত বাটা।
  5. ২ টি কাঁচা লঙ্কা বাটা
  6. ৪-৫টি গোটা কাঁচা লঙ্কা
  7. ২ টেবিল চামচ নারকেল বাটা
  8. স্বাদ মত নুন
  9. ১/২ চা চামচ গুঁড়ো চিনি (কম, বেশি করা যাবে)
  10. ২ টেবিল চামচ সর্ষের তেল
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ৬ টুকরো কলাপাতা
  13. প্রয়োজন মত বাঁধার জন্য সুতো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    মোচা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ গুঁড়ো, সরষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    সেদ্ধ করা মোচা ঠান্ডা করে একটু চটকে, তার মধ্যে সাদা ও কালো সর্ষে বাটা, পোস্ত বাটা, নুন, হলুদ গুঁড়ো, কাঁচাল্ংকা বাটা,, নারকোল বাটা, চিনি, সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি।

  3. 3

    কলাপাতা ধুয়ে তাওয়া তে দুই পিঠ সেঁকে নিয়েছি।

  4. 4

    কলাপাতার মধ্যে মেখে রাখা মোচা ২ টেবিল চামচ দিয়ে তার মধ্যে অল্প সরষের তেল, একটি কাঁচাল্ংকা দিয়ে কলাপাতাটা মুড়ে দিয়েছি। সুতো দিয়ে কলাপাতাটা বেঁধে দিয়েছি ।

  5. 5

    কড়াইতে তেল ব্রাশ করে গরম করে সুতো দিয়ে বাঁধা কলাপাতাটা কড়াইতে দিয়ে ৫ থেকে ৭ মিনিট মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা খুলে সুতো দিয়ে বাঁধা কলাপাতাটা উলটে দিয়ে ৫ থেকে ৭ মিনিট আবার ঢাকা দিয়ে রেখেছি।

  6. 6

    এবার ঢাকা খুলে ২ মিনিট করে এ পিঠ ও পিঠ ভেজে নামিয়ে নিয়েছি।

  7. 7

    গরম ভাতের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes