তিলের নাড়ু (tiler naru recipe in bangali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#LSR
পুজোতে একদম সহজেই তৈরি করে নিতে পারেন তিলের নাড়ু। আর খেতে কিন্ত অসাধারণ।

তিলের নাড়ু (tiler naru recipe in bangali)

#LSR
পুজোতে একদম সহজেই তৈরি করে নিতে পারেন তিলের নাড়ু। আর খেতে কিন্ত অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০ গ্রাম সাদা তিল
  2. ২০০ গ্রাম আখির গুড়
  3. ১/২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে তিল ভালো করে পরিস্কার করে নিতে হবে তারপর শুকনো কড়াইতে ২-৩ মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে।

  2. 2

    তারপর তিল গুলো একটা পাত্রে ঢেলে ওই একি কড়াইতে হাই ফ্লেমে জল দিয়ে জল ফুটে উঠলে গুড় দিয়ে নাড়তে হবে। গুড় পুরো গলে গেলে ফ্লেম টা লো করে দিতে হবে।

  3. 3

    গুড় জাল হয়ে গেলে একটা শরু সুতোর মত আশ বেরোবে বা গুড় জাল হয়েছে কি না জানার জন্য একটা বাটিতে জল দিয়ে গুড়ের কিছু ফোট দিলে দেখা যাবে যে গুড় টা শক্ত হয়ে একযায়গায় হয়ে যায়। তখন বুঝতে হবে যে গুড় জাল হয়ে গেছে।

  4. 4

    তারপর গ্যাস বন্ধ করে তিল ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে তারপর একটা প্লেটে একটু ঘি বা তেল ব্রাস করে তিলের তৈরি পাক টা ঢেলে দিতে হবে আর গরম গরম নাড়ু তৈরি করে নিতে হবে।

  5. 5

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Top Search in

মন্তব্যগুলি (5)

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli
আমার যে কি পছন্দের আপি,আমি আবার বানাব,তিল আছে ঘরে❤️

Similar Recipes