পমফ্রেট তন্দুরি (pomfret tanduri recipe in Bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

পমফ্রেট তন্দুরি (pomfret tanduri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
  1. ৬ টি পমফ্লেট মাছ
  2. ১/৪ কাপ দই
  3. স্বাদমতোনুন
  4. ১ চা চামচ গরমশলা গুঁড়ো
  5. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১/২ চা চামচ জিরেগুঁড়ো
  7. ১ চা চামচ আদা রসুন বাটা
  8. ১/২ চা চামচ লেবুর রস
  9. ২ চা চামচ চাটমশলা
  10. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  11. ১ টি পিঁয়াজ
  12. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. ৫ চা চামচ মেল্টেড বাটার

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে জল ঝরিয়ে কার্ড,নুন,লঙ্কাগুরো,ধনে জিরে গুরো,আদা রসুন বাটা,লেবুর রস,গরমশলা গুরো,১ চামচ চাট মশলা,কাশ্মীরি লঙ্কাগুরো দিয়ে ম্যারিনেট করে ৫-৬ ঘন্টা ফ্রীজে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    ননস্টিক প্যানে বাটার গরম করে মাছ গুলো দিয়ে ম্যারিনেশনের মশলা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  3. 3

    মশলার জল শুকিয়ে মাছ সিদ্ধ হলে প্যান থেকে নামিয়ে জালির উপর একটি করে মাছ রেখে গ্যাস হাই ফ্লেমে রেখে গ্ৰীল করতে হবে।

  4. 4

    স্মোকি ফ্লেভারে এসে গেলে রং চেঞ্জ হলে চাটমশলা ছড়িয়ে পিয়াজ ও কাসুন্দি দিয়ে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

Similar Recipes