পনির ফুলকপি (Paneer Fulkopi Dalna recipe in Bengali)

Nandini Sharma
Nandini Sharma @cook_31722947

পনির ফুলকপি (Paneer Fulkopi Dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৬  জন
  1. ২০০ গ্রামপনির
  2. ১ চা চামচ জিরে গুঁড়ো
  3. স্বাদমতোনুন আর সামান্য চিনি
  4. পরিমান মতরান্ন করার জন্য সর্ষের তেল
  5. ১ টাটমেটো কুচি
  6. ২টিফুলকপি
  7. ২টিআলু
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২টেবিল চামচটকদই
  10. ১চা চামচআদা বাটা
  11. ১চা চামচকাঁচালঙ্কা বাটা
  12. ১ টেবিল চামচকসুরি মেথি
  13. ১ টেবিল চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমেই টকদই, জিরা সামান্য হলুদ দিয়ে ফাটিয়ে রাখবো। এবারের ফুল কপির আর আলু ছোট ছোট করে কেটে ভাল করে ধুয়ে রাখবো। এবারের গ্যাসের কড়াই বসিয়ে তার মধ্যেই তেল দিয়ে ভাল করে গরম হলে পনির গুলোর ভেজে নিলাম। এরপর ফুল কপির গুলোর নুন হলুদ দিয়ে ভাল করে ভেজে নিলাম ।এরপর আলু র মধ্যেই নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপর ঐ কড়াই তে সামান্য তেল দিয়ে গোটা জিরা ১\২চামচ
    টমেটো কুচি দিয়ে ২ মিনিট ভাজা পর সবমশলা গুলোর দিয়ে ভাল করে ভাজলাম এরপর টকদই দিয়ে ভাল করে ভেজে নিলাম।

  2. 2

    এবারের ফুল কপির আর আলু দিয়ে একসাথে ভেজে নেবো পাঁচ মিনিট। তারপর পনির গুলোর দিয়ে আবার দুই মিনিট ভেজে নিয়ে, তার পর পরিমান মত গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকেই ছয় মিনিট, মাখা মাখা হলে গরম মশলার,কসুরি মেথি,ধনেপাতা কুচি আর চিনি দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট।
    আমার রান্না রেডি #পনির_ফুলকপির_ডালনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Sharma
Nandini Sharma @cook_31722947

মন্তব্যগুলি

Similar Recipes