কাঁচা কলার কোপ্তা (kancha kolar kopta recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

কাঁচা কলার কোপ্তা (kancha kolar kopta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
বারো পিস হবে
  1. 2 টো কাঁচা কলা
  2. 4 চা চামচ কর্ণ ফ্লাওয়ার
  3. 1 চা চামচ জিরে ও শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো
  4. স্বাদ মতলবণ
  5. 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা
  6. 1/2 চা চামচ জিরে গুঁড়ো
  7. 1/2 চা চামচচিনি
  8. 1 মুঠো বাদাম ভাজা
  9. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  10. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 1 চা চামচঘি
  12. 1 কাপসরিষার তেল
  13. 1 টা ছোটআলু
  14. 3 টেকাঁচা লঙ্কা কুচি
  15. 1চিমটিগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে কাঁচা কলা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে একটু হলুদ দিয়ে। সাথে আলুটা ও ছাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে একসাথে।

  2. 2

    এবার সেদ্ধ করা কাঁচা কলা ও আলু এক সাথে মেখে তাতে ভাজা বাদাম,কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করে তাতে কাঁচা কলার মাখাটা থেকে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে ভেজে নিতে হবে।

  4. 4

    কোপ্তা গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার একটু তেল তুলে রেখে জিরে ফোড়ন দিতে হবে। এবার আদা ও লঙ্কা বাটা টা দিতে হবে এবং জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো ও চিনি টা দিয়ে মশলাটা ভেজে নিতে হবে।

  5. 5

    মশলাটা ভাজস হয়ে গেলে গরম জল দিয়ে ফোটাতে হবে।জলটা ফুটে গেলে কোপ্তা গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে হবে।

  6. 6

    এবার মাখা হয়ে গেলে তাতে গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে কাঁচা কলার কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

মন্তব্যগুলি

Similar Recipes