পনির পোলাও(Paneer pulao recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

পনির পোলাও(Paneer pulao recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ১৫ মিনিট
৫জনের জন্য
  1. ৬৫০গ্ৰাম বাসমতী চাল
  2. ৩০০ গ্ৰাম পনির টুকরো করে কাটা
  3. ১টি ফুলকপি
  4. ১টি গাজর কুচি
  5. ২০-২৫ টি বিনস
  6. ২০-২৫ টি গোটা কাজু
  7. ১কাপ কিসমিস
  8. প্রয়োজন মতোসাদা তেল
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. স্বাদ অনুযায়ীচিনি
  11. ২ চা চামচ ঘি
  12. ২টি তেজপাতা
  13. ৪টি গোটা লবঙ্গ
  14. ৫-৬ টি গোটা এলাচ
  15. ২ ইঞ্চি দারুচিনি
  16. পরিমাণ অনুযায়ীগরম মশলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ১৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে জল ফুটতে দিতে হবে। এক চা চামচ সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা দিতে হবে। এবার চাল ধুয়ে দিতে হবে। ৯০ভাগ সেদ্ধ হয়ে গেলে ফ্যান ঝেড়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াতে তেল গরম করে পনির ভেজে তুলে নিতে হবে। এরপর তেলে ফুলকপি, গাজর ও বিনস দিয়ে অল্প নুন দিয়ে কম আঁচে ঢেকে রান্না করে নিতে হবে।

  3. 3

    এবার তেলের মধ্যে কাজু কিসমিস দিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার তৈরি করে রাখা ভাতের সাথে ভেজে তুলে রাখা সবকিছু মিশিয়ে নিতে হবে। নুন, চিনি ও ঘি ও গরম মশলার গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes