শ্রীখন্ড (Srikhand recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#দোলের
আমি এখানে দোলের রেসিপি উপলক্ষে দই এর শ্রীখন্ড তৈরী করেছি | এটি চটজলদি তৈরী হয়েযায় ,করাও বেশ সহজ | গরমে শরীর ঠান্ডা রাখতে এই রেসিপিটি অনবদ্য | দেখতেও বেশ সুন্দর | অর্থাৎ শরীর মন দুটোই শান্তি পায় | স্বাস্থ্য ও ভালো থাকে ,হজমিকারক , প্রোটিন ফ্যাট ইত্যাদি ভিটামিনে ভরপুর একটি রেসিপি | তাই দেরী কেন ,আজই হয়ে যাক |

শ্রীখন্ড (Srikhand recipe in Bengali)

#দোলের
আমি এখানে দোলের রেসিপি উপলক্ষে দই এর শ্রীখন্ড তৈরী করেছি | এটি চটজলদি তৈরী হয়েযায় ,করাও বেশ সহজ | গরমে শরীর ঠান্ডা রাখতে এই রেসিপিটি অনবদ্য | দেখতেও বেশ সুন্দর | অর্থাৎ শরীর মন দুটোই শান্তি পায় | স্বাস্থ্য ও ভালো থাকে ,হজমিকারক , প্রোটিন ফ্যাট ইত্যাদি ভিটামিনে ভরপুর একটি রেসিপি | তাই দেরী কেন ,আজই হয়ে যাক |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ মিনিট + ৩০মি
১ জন
  1. ১০০গ্রাম টক দই
  2. ২ চা চামচ মিল্ক মেইড
  3. ৪টি আমন্ড বাদাম
  4. ৪টি কাজু
  5. ২টি এলাচ
  6. ৫-৬ টি গোলমরিচ
  7. ১ চা চামচ পোস্ত
  8. ১ চা চামচ চারমগজ
  9. ১ চা চামচ মৌরি
  10. ১ টুকরো দারচিনি
  11. ২-৩টি পেস্তা
  12. ২ চা চামচ ড্রাই রোজ পেটাল
  13. ৫-৬ টি কেশর চূর্ণ (যদি থাকে,আমার ছিল না)

রান্নার নির্দেশ সমূহ

৫ মিনিট + ৩০মি
  1. 1

    প্রথমে টকদই জল ঝরিয়ে ১ ঘন্টা ফ্রিজে ছাঁকনির উপর নীচে বাটি রেখে দিতে হবে |

  2. 2

    এবার ঠান্ডাই পাউডার বানাতে হবে | এজন্য কাজু পেস্তা আমন্ড, এলাচ মৌরি গোলমরিচ, চার মগজ, গোলাপের শুখা পাপড়ি,দারচিনি, কেশর (আমি দিইনি)ইত্যাদি প্যানে সামান্য টেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে হাল্কা গুড়া করে নিতে হবে | এটাই ঠান্ডায় পাউডার |

  3. 3

    এবারে জল ঝরা দই একটা পাত্রে নিয়ে, মিল্ক মেডদিয়ে ফেটিয়ে নিতে হবে | এবার তাতে ঠাণ্ডায় পাউডার মিশিয়ে হুইস্ক করে নিলে ভাল হয় |

  4. 4

    এবার সার্ভিং পাত্রে ঢেলে উপরে আর একটু ঠাণ্ডায় পাউডার,আমন্ড কুচি, ফ্রেস গোলাপের পাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes