প্যানে তৈরি ভেজ পিজ্জা, পিজ্জা সস্ সহকারে (Pan baked Veg Pizza with homemade Pizza Sauce recipe)

Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

#KRC2
দারুণ মজাদার এই রেসিপি টি। পিজ্জায়ে প্রয়োজনীয় সস্ বাড়িতেই তৈরি। প্রণালী নীচে দেওয়া রইল। সঙ্গে গ্যাস ওভেনে কিভাবে পিজ্জা করা যায় তাও বলা থাকলো।

প্যানে তৈরি ভেজ পিজ্জা, পিজ্জা সস্ সহকারে (Pan baked Veg Pizza with homemade Pizza Sauce recipe)

#KRC2
দারুণ মজাদার এই রেসিপি টি। পিজ্জায়ে প্রয়োজনীয় সস্ বাড়িতেই তৈরি। প্রণালী নীচে দেওয়া রইল। সঙ্গে গ্যাস ওভেনে কিভাবে পিজ্জা করা যায় তাও বলা থাকলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ২ টো মাঝারি পিজ্জা ব্রেড
  2. ১ টা ক্যাপ্সিকাম
  3. ১ টা মাঝারি পিঁয়াজ
  4. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. স্বাদ মতো নুন
  6. ১ চা চামচ শুকনো লঙ্কার ফ্লেক্স
  7. ১ চা চামচ শুকনো তুলসী পাতা কুচি
  8. ১০০ গ্রাম মোজারেলা চিজ
  9. ১ চা চামচ মাখন
  10. সসের জন্য—
  11. ৩ টি টমেটো
  12. ১ চা চামচ অলিভ তেল
  13. ১/২ চা চামচ রসুন কুচি
  14. ১/৪ কাপ পিঁয়াজ বাটা
  15. ১ টেবিল চামচ তাজা তুলসী পাতা কুচি
  16. ১/২ চা চামচ শুকনো লঙ্কার ফ্লেক্স
  17. ১ টেবিল চামচ টমেটো কেচাপ
  18. ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  19. স্বাদ মতো নুন
  20. ১/২ চা চামচ চিনি
  21. ১/৪ চা চামচ মরিচ চূর্ন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সস্ তৈরীর জন্য প্রথমে টমেটোর মুখ এ ছুড়ির সাহায্যে সামান্য দাগ দিয়ে ফুটন্ত গরম জলে দিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর টমেটো গুলো ঠান্ডা জলে দিয়ে টমেটোর ছাল ছাড়িয়ে মিক্সিং জারে পেস্ট করে নিন।

  2. 2

    একটি কড়াই তেল দিন। গরম হলে তাতে রসুন কুচি, পিঁয়াজ বাটা ও টমেটো বাটা দিয়ে কষান। কিছুক্ষণ পরে বাকি সব উপাদান দিয়ে দিন। একটু তেল ছাড়া ছাড়া হলে বা জল শুকিয়ে এলেই নামিয়ে নিন। তৈরি পিজ্জা সস্।

  3. 3

    পিজ্জা টপিং এর জন্য পিঁয়াজ ও ক্যাপ্সিকাম ডুমো ডুমো করে কেটে নিন।
    এবার কড়াতে মাখন গরম করে সব সবজি হালকা সাঁতলে নামিয়ে নিন।

  4. 4

    পিৎজা ব্রেড নিয়ে তাতে সস্ মাখাতে হবে।

  5. 5

    এবার তার উপর পিৎজা টপিং দিতে হবে।

  6. 6

    এবার তার উপর গ্রেট করা চিজ্ দিতে হবে। তারপর তাতে নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার ফ্লেক্স, শুকনো তুলসী পাতা কুচি ছড়িয়ে দিন।

  7. 7

    এবার গ্যাস ওভেনে ফুল আঁচে একটি উপর থেকে ঢাকা দেওয়া কড়াই ৫ মিনিট বসিয়ে গরম হলে তাতে একটি কুলুঙ্গি বসিয়ে পিজ্জা ব্রেড গুলো একে একে বসিয়ে ঢাকা দিয়ে দিন এবং আঁচ মাঝারি করে দিন। ৫ মিনিট পরে আঁচ সিম করে দিন। এক একটি তৈরি হতে মোটামুটি ৯-১০ মিনিট সময় লাগবে।

  8. 8

    তৈরী আমাদের ভেজ পিজ্জা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

Similar Recipes