আলু দিয়ে দেশি মুরগির ঝোল (aloo diye deshi murgir jhol recipe in Bengali)

Chhanda Nandi
Chhanda Nandi @Ribhu
খড়গপুর

আলু দিয়ে দেশি মুরগির ঝোল (aloo diye deshi murgir jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা
4জন
  1. 1কেজি দেশি মুরগির মাংস
  2. 5 টা বড় পেঁয়াজ,
  3. পরিমাণ মতরসুন,আদা, টমেটো
  4. পরিমাণ মত সর্ষের তেল
  5. স্বাদ মতনুন
  6. 1 চা চামচবাটার
  7. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচজিরে, ধনে গুঁড়ো
  9. 4 টেআলু
  10. পরিমাণ মত ধনে পাতা
  11. 2 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা
  1. 1

    প্রথমে মাংস টাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে একটু তেল, নুন, হলুদ, লঙ্কা,জীরে, ধনে গুঁড়ো সব এক সাথে নিয়ে মেখে রেখে দেবো 20মিনিট।

  2. 2

    আলু গুলো কেটে টুকরো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে।

  3. 3

    একটা পানে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি টা ঢেলে একটু ভেজে নিতে হবে। তারপর আদা রসুন বাটা, টমেটো সব দিয়ে ভাজতে হবে।

  4. 4

    হাল্কা ভাজা হলে চিকেন টা ঢেলে দিতে হবে। ভালো করে মাংস টাকে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে মসলা থেকে। এরপর গরম জল ঢেলে সেদ্ধ করতে দিতে হবে। ঢাকা দিয়ে দিতে হবে। মাংস টা সেদ্ধ হয়ে এলে একটা পাত্রে ঘি গরম করে তাতে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ওই মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। সামান্য চিনি দিয়ে নেড়ে দিতে হবে।

  5. 5

    সব শেষে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    ধনে পাতা ছড়িয়ে বাটার দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chhanda Nandi
খড়গপুর
ভালো বাসা শুধু রান্নাতেই❤️❤️
আরও পড়ুন

Similar Recipes