আলু কাবলি (Alu kabli recipe in bengali)

Shalini Mishra Bajpayee
Shalini Mishra Bajpayee @cook_23530995
বাকুড়া

আলু কাবলি (Alu kabli recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
2জন
  1. 500 গ্রাম ছোট আলু
  2. স্বাদ মতলবণ
  3. 1 টাছোট আকারে শসা
  4. 1 টিছোট পেঁয়াজ
  5. 1 টিছোট টমেটো
  6. 2-3চা চামচধনে পাতা
  7. 2 টোকাঁচা লঙ্কা
  8. 50 গ্রামছোলা
  9. 50 গ্রামকাবলি ছোলা
  10. 3 টিশুকনো লঙ্কা
  11. 2-3টিতেঁতুলের কোয়া
  12. 1টেবিল চামচ গোটা ধনে
  13. 1টেবিল চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে আলুগুলো,কাবলি ছোলা আর ছোলা সবগুলো কে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

  3. 3

    এই দিকে টমেটো,শসা,পেঁয়াজ,ধনে পাতা আর কাঁচা লঙ্কা সব কিছু কুচি করে কেটে নিতে হবে।

  4. 4

    তারপর 1টেবিল চামচ করে গোটা ধনে আর গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে গুড়া করে নিতে হবে।

  5. 5

    তারপর সেদ্ধ আলুগুলো কে ছোট ছোট সাইজে কেটে তার উপরে পরিমাণ মত লবণ,ভেজে রাখা গুড়ো মশলা,পেঁয়াজ,টমেটো,শসা আর কাচা লঙ্কা সমস্ত কুচি করে রাখা গুলো দিয়ে তেতুলের কোয়াগুলোকে মেড়ে তার জল টি দিয়ে আর শেষে ছোলা গুলো কে দিয়ে হাল্কা হাতে ভেজে নিতে হবে যাতে আলুগুলো ভেঙ্গে না যায়।

  6. 6

    তারপর সব শেষে একটি পাত্রে রেখে নিজের মত সাজিয়ে বিকেলের নাস্তায় সার্ভ করুণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shalini Mishra Bajpayee
Shalini Mishra Bajpayee @cook_23530995
বাকুড়া
আমি একজন গৄহ বধু।আমি রান্না করতে আর খাওয়াতে ও খেতে খুব ভালো বাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes