পনির ভাপা (Paneer Bhapa recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#KRC2
এই সপ্তাহের ধাঁধা থেকে পনীর ভাপা বেছে নিলাম।

পনির ভাপা (Paneer Bhapa recipe in bengali)

#KRC2
এই সপ্তাহের ধাঁধা থেকে পনীর ভাপা বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ০ মিনিট
৪ জন
  1. ১ চা চামচ সাদা সর্ষে বাটা
  2. ১ চা চামচ পোস্ত বাটা
  3. ১ চা চামচ নারকেল বাটা
  4. ১ চা চামচ সাদা তিল বাটা
  5. ১ চা চামচ টক দই
  6. ১ চা চামচ কালো সর্ষে বাটা
  7. ২ টো কাঁচা লঙ্কা বাটা
  8. ১ চিমটি হলুদ
  9. পরিমাণ মতো সর্ষের তেল
  10. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

২ ০ মিনিট
  1. 1

    প্রথমে পনির কিউব করে কেটে নিতে হবে। এরপর নুন ও হলুদ পনিরে মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    এরপর টক দই একটু ফাটিয়ে নিয়ে সবকটা মশলা ও নুন টক দই এর সাথে মিশিয়ে নেব।

  3. 3

    এরপর ভাজা পনির গুলো মশলার মিশ্রণের সাথে মিশিয়ে নেব।

  4. 4

    একটা স্টীলের টিফিন বাক্সে সর্ষে তেল মাখিয়ে মশলা মাখানো পনির ঢেলে দেব। তারপর সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাক্স আটকে দেব।

  5. 5

    এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বাক্স ঠিক ভাবে বসিয়ে তার উপর একটা থালা চাপিয়ে দিতে হবে যাতে হাওয়া না বেরিয়ে যায়।

  6. 6

    এভাবে ১০ মিনিট ভাপানোর পর তৈরি পনির ভাপা। গরম ভাতের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes