অরেঞ্জ কেক (Orange cake recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#স্ন্যাক্স
#BaburchiHut

অরেঞ্জ কেক (Orange cake recipe in Bengali)

#স্ন্যাক্স
#BaburchiHut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৬ থেকে ৮জন
  1. ৩টে কমলা লেবু
  2. ১.৫কাপ (ছোট ) ময়দা
  3. ১কাপচিনি
  4. ১/২কাপসাদা তেল
  5. ৭-৮টাকাজু
  6. ১চা চামচখাবার সোডা
  7. পরিমাণ মতকমলা লেবুর জেস্ট
  8. প্রয়োজন অনুযায়ীদারুচিনি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    দুটো কমলার রস ছেঁকে নিতে হবে।

  2. 2

    ঐ রসের সাথে চিনি দিয়ে, ভালো করে ফেটতে হবে।

  3. 3

    এবার তেল দিয়ে আবারও ফেটতে হবে। একটু খোসা গ্রেট করে দিতে হবে।

  4. 4

    এবার একটা বড় ছাঁকনি তে ময়দা, দারুচিনি, বেকিং সোডা সব একসাথে ছেঁকে ঐ ফেটানো মিশ্রণে দিয়ে ধীরে ধীরে মেশাতে হবে।

  5. 5

    একটা কেক বানানোর বাটিতে একটু তেল ব্রাশ করে, ময়দা ছিটিয়ে দিয়ে, বাটার ঢেলে ৩০মিনিট বেক করতে হবে।

  6. 6

    একটা কড়াইতে স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে প্রথমে ১০মিনিট গাসে গড়ম করে নিতে হবে।

  7. 7

    এই প্রি হিট কড়াইতে কেকের বাটি টা বসিয়ে, একদম লো আঁচে ঢাকা দিয়ে ৩০মিনিট রাখতে হবে।

  8. 8

    একদম রেডি অরেঞ্জ কেক।

  9. 9

    কেকের উপরে একটু অরেঞ্জ র কোয়া সাজিয়ে, মাঝে অরেঞ্জ খোসা দিয়ে ফুল বানিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes