মুরগি দিয়ে খিচুড়ি (murgi diye khichdi recipe in Bengali)

Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা

#KRC6
#Week6
#ss
# আমারপছন্দেররেসিপি

মুরগি দিয়ে খিচুড়ি (murgi diye khichdi recipe in Bengali)

#KRC6
#Week6
#ss
# আমারপছন্দেররেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
চারজনের জন্য
  1. 500 গ্রামমুরগির মাংস
  2. 200 গ্রামগোবিন্দভোগ চাল
  3. 200 গ্রামমসুর ডাল
  4. 2 দুটো বড় পেঁয়াজ
  5. 1/2 চা চামচ আদা
  6. 1/2 চা চামচ রসুন
  7. 1 টা মাঝারি টমেটো
  8. স্বাদ মত কাঁচা লঙ্কা
  9. স্বাদ মত নুন
  10. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  11. 1 চা চামচ জিরে গুঁড়ো
  12. 1 চা চামচ ধনে গুঁড়ো
  13. 1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ী ফোঁড়নের জন্য গোটা এলাচ দারচিনি লবঙ্গ ও তেজপাতা
  15. পরিমাণ মত সর্ষের তেল
  16. পরিমাণ মতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে গোটা এলাচ দারচিনি লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিতে হবে।

  2. 2

    একটা পেঁয়াজ কুচি করে ওই তেলে লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    পেঁয়াজ ভাজা হলে মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়ায় দিয়ে দিতে হবে।

  4. 4

    গ্যাস টা বাড়িয়ে রেখে মুরগির মাংস একটু নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে পেস্ট করে ওই পেস্ট টা মুরগির মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এর সাথে পরিমান মত হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ও নুন মিশিয়ে ভালো করে মাংসের সাথে কষাতে হবে।

  6. 6

    মশলাগুলো ভাজা হলে অল্প জল মিশিয়ে ঢাকা দিয়ে মাংসটা রান্না হতে দিতে হবে।

  7. 7

    মাংস রান্না হলে ঢাকনা খুলে চাল ডাল ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখার পর সেটা মিশিয়ে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা মিশিয়ে ঢাকা দিয়ে আবার রান্না হতে দিতে হবে।

  8. 8

    চাল ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মাংসের খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা
শিক্ষিকা, নেশা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

Similar Recipes