ফুলকপির সিঙ্গাড়া (fulkopir singara recipe in bengali)

Swagata Mukherjee
Swagata Mukherjee @Swagata_2021
Chicago,, Illinois

#KRC10

কুকপ্যাডের রান্নাঘর চ্যালেন্জে ধাঁধা থেকে আমি নিয়েছি "ফুলকপির সিঙ্গারা"...

ফুলকপির সিঙ্গাড়া (fulkopir singara recipe in bengali)

#KRC10

কুকপ্যাডের রান্নাঘর চ্যালেন্জে ধাঁধা থেকে আমি নিয়েছি "ফুলকপির সিঙ্গারা"...

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জন
  1. ২০০ গ্রাম ফুলকপি। (ছোট ছোট টুকরো করে কাটা)
  2. ৩০০ গ্রাম আলু (ছোট ছোট টুকরো করে কাটা)
  3. ৪ টি কাঁচা লঙ্কা মিহি কুচি
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ২টি শুকনো লঙ্কা
  6. ৩\৪ চা চামচ পাঁচফোড়ন
  7. স্বাদ মত নুন চিনি
  8. ৪ গ্রাম বিটনুন
  9. ১\২ চা চামচ কসুরি মেথি
  10. ২৪০ গ্রাম ময়দা
  11. ৩০ গ্রাম বাদাম
  12. ৩৫ গ্রাম ঘি
  13. পরিমাণ মত সর্ষের তেল
  14. পরিমাণ মত সাদা তেল
  15. ৬ গ্রামসিঙ্গাড়ার জন্য মশালা মিক্স (৪ গ্রাম হলুদ,৫ গ্রাম ধনে পাউডার, ৪গ্রাম জিরা পাউডার,২ গ্রাম লাল লঙ্কার গুঁড়ো, ৩ গ্রাম আমচুর পাউডার,২ গ্রাম গরম মশলা, ৬ গ্রাম চাটমশালা সব একসঙ্গে মিশিয়ে নিন)

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা, ঘি,নুন, ১\২ চামচ চিনি একসঙ্গে ভাল করে মাখুন। মাখা হলে অল্প অল্প জল দিয়ে মেখে টাইট করে ময়দার খামির বানিয়ে নিন। ২ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।
    এরপর একটি কড়াইতে পরিমাণমত সরষের তেল দিন। তেল গরম করে বাদাম ভেজে তুলে রাখুন। ঐ তেলে ফুলকপি ভেজে তুলে রাখুন।

  2. 2

    এরপর সরষের তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। আলু দিন। নাড়াচারা করুন। আলু লাল করে ভাজা হলে কাঁচা লঙ্কা, আদা বাটা দিন। ৫ মিনিট পর মশলামিক্স, স্বাদমত নুন, চিনি দিন। নাড়াচারা করুন। কিছুক্ষণ পর ভাজা ফুলকপি, বাদাম দিন। নাড়াচারা করে কসুরিমেথি, বিটনুন ছড়িয়ে শুকনো শুকনো করে গ্যাস থেকে নামিয়ে নিন।

  3. 3

    এরপর ময়দার খামির থেকে সমান ভাগে লেচি করে নিন। একটি করে লেচি নিয়ে ওভাল সেপে বেলে নিন। মাঝখান ছুরির সাহায্যে কেটে নিন। এবার একটি অংশ নিয়ে সিঙ্গারার মত করে বানিয়ে ভেতরে ফুলকপির পুর ভরে মুখ বন্ধ করে দিন।
    এবার কড়াইতে পরিমাণমত সাদা তেল গরম করে ডুবো তেলে মিডিয়াম আঁচে সিঙ্গারা ভেজে তুলে নিন।
    সস, চাটনি, মুড়ির সাথে পরিবেশন করুন গরম গরম মজাদার ফুলকপির সিঙ্গারা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swagata Mukherjee
Swagata Mukherjee @Swagata_2021
Chicago,, Illinois
নতুন নতুন রান্না শিখতে, রান্না করতে আর সেই রান্না সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুব ভালো লাগে 🥰.......
আরও পড়ুন

Similar Recipes