পালং পুরি (palak puri recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

শীতের সকালে ব্রেকফাস্টে যদি পালং পুরি আর সাথে গুড়ি আলুর দম তাইলে কেমন হয়? আমার ভীষন প্রিয় তাই বানিয়ে নিলাম।#wd4

পালং পুরি (palak puri recipe in Bengali)

শীতের সকালে ব্রেকফাস্টে যদি পালং পুরি আর সাথে গুড়ি আলুর দম তাইলে কেমন হয়? আমার ভীষন প্রিয় তাই বানিয়ে নিলাম।#wd4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৫-৬জনের জন্য
  1. ২ আঁটি পালং শাক
  2. ৩কাপ আটা
  3. ১ইঞ্চি আদা কুচি
  4. ৩-৪টি কাঁচা লঙ্কা কুচি
  5. ১/২চা চামচ জোয়ান
  6. ১চিমটি হিং
  7. স্বাদ মতনুন
  8. ১চিমটি বেকিং সোডা
  9. পরিমাণ মতভেজিটেবল অয়েল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে জল ফুটে উঠলে এতে ঢেলে দেই ও এক মিনিটের মতো ফুটন্ত জলে রেখে উঠিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে ১মিনিট রাখি।

  2. 2

    এক মিনিট পর ঠাণ্ডা জল থেকে উঠিয়ে মিক্সিং জারে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ও এক দুই টুকরো বরফ দিয়ে পেস্ট করে নেই।

  3. 3

    একটি পাত্রে আটা নিয়ে এতে নুন, বেকিং সোডা, আজওয়াইন, হিং মিশিয়ে নেই। তারপর এতে পালং পেস্ট ঢেলে ভালো করে মেখে নেই। এবার এতে অল্প তেল লাগিয়ে নেই।

  4. 4

    ১০ মিনিটের জন্য ভেজা কাপড়ে ঢেকে রেখে দেই।

  5. 5

    ১০মিনিট পর ভেজা কাপড় উঠিয়ে আটার ডো কে আবারও ভালো করে মেখে নিয়ে লেচি কেটে গোল গোল বল বানাই। এবার একটি একটি করে বেলে নেই।

  6. 6

    কড়াইতে তেল গরম হলে একটি একটি করে পালং পুরি ভেজে তুলি। গুড়ি আলুর দমের সাথে গরম গরম পুরি পরিবেশন করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

মন্তব্যগুলি

Similar Recipes