ট্রাই কালার সুজির ধোকলা (tricolour soojir dhokla recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#RPD
আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। সকলকে আমার শুভেচ্ছা জানালাম। আর ভারতমাতার বীরসন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার রেসিপি শুরু করলাম। আজ আমি ত্রিরঙ্গা সুজির ধোকলা বানালাম।খেতে যেমন সুন্দর ,উপকরণ ও কম।

ট্রাই কালার সুজির ধোকলা (tricolour soojir dhokla recipe in Bengali)

#RPD
আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। সকলকে আমার শুভেচ্ছা জানালাম। আর ভারতমাতার বীরসন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার রেসিপি শুরু করলাম। আজ আমি ত্রিরঙ্গা সুজির ধোকলা বানালাম।খেতে যেমন সুন্দর ,উপকরণ ও কম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
৫ জন।
  1. ২৫০ গ্রাম সুজি
  2. ২৫০ গ্রাম টক দই
  3. ২ টি কাঁচা লঙ্কা বাটা
  4. ১/২ চা চামচআদা বাটা।
  5. ১ টি ইনো পাউচ
  6. ২ টি ফুড কালার সবুজ ও গেরুয়া
  7. ১ চা চামচ চিনি
  8. ১/২ চা চামচসর্ষে
  9. প্রয়োজন অনুযায়ীকারিপাতা
  10. ২ চা চামচ সর্ষের তেল
  11. প্রয়োজন অনুযায়ী জল
  12. ২-৩ ফোঁটা সাদা তেল
  13. ১/২ চা চামচনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    প্রথমে সুজি ভালো করে চেলে নিয়ে একটি পাত্রে রাখতে হবে। তারপর তাতে টক দই দিয়ে দিতে হবে আর চিনি,নুন,আদা বাটা,লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরী করে রাখতে হবে ।এবার ২০ মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। ২০ মিনিট পর ইনো টা একটু জল দিয়ে ব্যাটারে ভালো করে মিশিয়ে দিতে হবে।

  2. 2

    এবার তিনটি পাত্রে ব্যাটার ভাগ করে নিয়ে একটিতে স্যাফরণ লিকুইট দিয়ে মিশিয়ে নিতে হবে।আর একটিতে গ্রীন রঙ মিশিয়ে নিতে হবে। এখন গ্যাস জ্বেলে তাতে একটি করাই বসিয়ে জল দিয়ে করার মাঝে একটি স্ট্যান্ড দিয়ে চাপা দিয়ে জলটা ভালো গরম করতে হবে।

  3. 3

    একটি সিলবারের বোলে ভালো করে সাদা তেল ব্রাশের সাহায্যে মাখিয়ে নিয়ে তাতে প্রথমে সবুজ ব্যাটার,মাঝে সাদা ও তার উপর গেরুয়া ব্যাটার দিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। ২০ মিনিট পর চাপা খুলে একটি টুথ পিক দিয়ে চেক করে দেখতে হবে হয়েছে কিনা।ব্যাস এবার গ্যাস অফ করে ঠান্ডা হতে দিতে হবে।

  4. 4

    এবার একটি বাটিতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে সরষে সরষে ও কারীপাতা দিয়ে সাথে সাথেই গ্যাস অফ করে দিতে হবে।আর উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর সুন্দর করে পিস কেটে প্লেটিং করে সার্ভ করতে হবে।আমি ধনেপাতার চাটনী র সাথে পরিবেশ করেছি,আপনারা অন্য কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tandra Nath

Similar Recipes