চকো সুইস রোল (choco swiss roll recipe in Bengali)

Ritika Mishra
Ritika Mishra @cook_35810635

চকো সুইস রোল (choco swiss roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
২ জন
  1. ১কাপ ময়দা
  2. ২ টেবিল চামচ কোকো পাউডার
  3. ১০০ গ্রাম চিনির গুঁড়ো
  4. ১ চা চামচ বেকিং পাউডার
  5. ২ টেবিল চামচ ভিনেগার
  6. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  7. ১কাপ টকদই
  8. ১ কাপ হুইপিং ক্রিম
  9. ১০০ গ্রাম ডার্ক চকলেট

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    ডার্ক চকলেট গ্রেট করে গলিয়ে নিতে হবে।

  2. 2

    চিনি ছেঁকে নিতে হবে এবং ময়দা ও ছেঁকে নিতে হবে।

  3. 3

    এরপর একটি বাটিতে ময়দা বেকিং পাউডার কোকো পাউডার সব একেঁ একেঁ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    আর একটি বাটিতে চিনি ভিনিগার ভালো করে গুলে নিতে হবে।

  5. 5

    এরপর এতে টক দই দিয়ে আবার ফেটাতে হবে।

  6. 6

    এরপর এতে শুকনো উপকরণ গুলো এক এক করে মেশাতে হবে এবং আবার ভালো করে বিট করতে হবে।

  7. 7

    এরপর কাপকেক মোল্ডে এই ব্যাটার দিতে হবে।

  8. 8

    মাইক্রোওভেন প্রিহিট করে নিতে হবে।

  9. 9

    এর পরেই কাপকেক গুলি 15 মিনিটের জন্য বেক কড়লেই রেডি চকলেট কাপ কেক।

  10. 10

    এরপরই চকলেট কাপ কেক গুলি মোল্ড থেকে বার করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে‌।

  11. 11

    এরপর উইপিং ক্রিম এর সাথে ডার্ক চকলেট মেশাতে হবে।

  12. 12

    খুব ভালো করে বিট করে চকলেট ক্রিম তৈরি করতে হবে।

  13. 13

    এরপর একটি প্লাস্টিকের সীটে পেস্ট করা চকলেট কেক ছড়িয়ে দিতে হবে।

  14. 14

    একটি রোলার দিয়ে চারিদিক সমান করে দিতে হবে।

  15. 15

    এরপরের ভীতর চকলেট ক্রিম মেশাতে হবে।

  16. 16

    এরপর এটিকে প্লাস্টিক সীট সমেত রোল করতে হবে।

  17. 17

    রোল করে ফ্রিজে সেট করতে দিতে হবে আধঘন্টার জন্য।

  18. 18

    আধঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ছুরি দিয়ে গোল গোল করে কেটে পরিবেশন করুন চকো সুইস রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ritika Mishra
Ritika Mishra @cook_35810635

মন্তব্যগুলি

Similar Recipes