চিংড়ির মালাইকারি (chingrir malaikari recipe in Bengali)

Nilanjana Mitra
Nilanjana Mitra @cook_25526678

চিংড়ির মালাইকারি (chingrir malaikari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
২ জন লোক
  1. 6 টুকরোগলদা চিংড়িতে
  2. 1 কাপনারকেল দুধ
  3. 1 "দারুচিনি
  4. 2 টিসবুজ এলাচ
  5. 1 টিকালো এলাচ
  6. স্বাদ অনুযায়ীলবণ
  7. 1 চা চামচচিনি
  8. 3 টেবিল চামচসরিষার তেল
  9. 1 টেবিল চামচঘি
  10. 1`চা চামচহলুদ গুঁড়ো
  11. 1চা চামচলাল মরিচের গুঁড়ো
  12. 2 টিতেজপাতা
  13. 4 টি মাঝারি আকারেরপেঁয়াজ
  14. 1 টেবিল চামচরসুন পেস্ট
  15. 1 চা চামচআদা পেস্ট
  16. 2 টিশুকনো লাল লঙ্কা
  17. 1চা চামচজিরা গুঁড়ো
  18. 1চা চামচগরম মশলা গুঁড়ো
  19. 2 টি মাঝারি আকারেরটমেটো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পেঁয়াজ এবং টমেটো কে পেস্ট করে নিন।

  2. 2

    খোঁশা সহ চিংড়ি ধুয়ে নিন এবং চিংড়িতে নুন এবং ১/২ চা চামচ হলুদ গুঁড়ো লাগান এবং এটি 15 মিনিট এই ভাবেই রাখুন।

  3. 3

    এবার একটি কড়াইতে তেল গরম করুন এবং চিংড়িগুলি গোলাপি রঙের হওয়া পর্যন্ত ভাজুন।ভাজা হয়ে গেলে চিংড়ি একপাশে রাখুন।

  4. 4

    এবার কড়াইতে বাঁচা তেলে ঘি মিশিয়ে গরম করুন তারপরে শুকনো লাল লঙ্কা, তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ এবং কালো এলাচ দিন এবং ভাজুন।

  5. 5

    এখন পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট এবং আদা পেস্ট এটিতে যোগ করুন এবং ভাজুন ।

  6. 6

    তারপরে টমেটো পেস্ট যুক্ত করে ভাজুন। এবার ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে ভাজুন।

  7. 7

    এবার নারকেলের দুধ এবং ১ কাপ জল দিন এবং কিছুক্ষণ সিদ্ধ করুন।

  8. 8

    এবার ভাজা চিংড়ি গুলো দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

  9. 9

    এবার গরম মশলা গুঁড়ো মেশান। তারপরে গ্যাসটি স্যুইচ অফ করুন। আপনার চিংড়ির মালাইকারি গরম ভাতের সাথে পরিবেশন করতে প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nilanjana Mitra
Nilanjana Mitra @cook_25526678

Similar Recipes