মেক্স ভেজ ইডলি (Mix Veg Idli recipe in Bengali)

Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

#MJ
মাতৃ দিবস উপলক্ষে আজ আমি নিয়ে আসলাম মিক্স ভেজ ইডলি।

মেক্স ভেজ ইডলি (Mix Veg Idli recipe in Bengali)

#MJ
মাতৃ দিবস উপলক্ষে আজ আমি নিয়ে আসলাম মিক্স ভেজ ইডলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1 কাপসাদা কালোই ডাল ,4 ঘন্টা ভিজিয়ে রাখা,
  2. 1 কাপআতপ চাল , 4 ঘন্টা ভিজিয়ে রাখা,
  3. স্বাদ মত তেতুল
  4. 2টেবিল চামচ সাদা তেল
  5. স্বাদ মতনুন
  6. 2 টেবিল চামচমটরশুঁটি
  7. 2 টেবিল চামচকুচিয়ে রাখা গাজর
  8. 2 টেবিল চামচকুচিয়ে রাখা পেঁয়াজ
  9. 2 টেবিল চামচকুছিয়ে রাখা ধনেপাতা
  10. পরিমাণ মত লাল সর্ষে ও গোটা জিরে
  11. 2 কাপজল
  12. ১/২ চা চামচ ম্যাগি মসালা ম্যাজিক

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ডাল আর চাল জল ঝরিয়ে একসাথে অল্প জল মিশিয়ে বেটে নিন। খুব বেশি মিহি করতে হবে না। তারপর অল্প তেতুল মিশিয়ে ঢেকে সারারাত রেখে দিন।

  2. 2

    পরের দিন মিশ্রণটি ফুলে ওঠার পর তেতুল গুলো ফেলে দিন। অল্প নুন মাখিয়ে নিন।

  3. 3

    এবার একটি কড়াই গরম করে তেল দিয়ে সরষে ও গোটা জিরে ফুরন দিন। তারপর একে একে করে সব সবজি গুলো মিশিয়ে নিন । নুন দিন। ম্যাগি মাসআলায় ম্যাজিক দিয়ে দিন। 2 থেকে 3 মিনিট ভাজার পর আচ বন্ধ করে দিন।

  4. 4

    এবার ইডলির মিশ্রণটিতে ভেজে রাখা সবজি গুলি মিশিয়ে নিন। ধনেপাতা কুচি মিশিয়ে নিন।

  5. 5

    একটি ইডলি স্ট্যান্ডের প্রত্যেকটি বাটিতে অল্প তেল মাখিয়ে একটি হাতের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণটি দিন। ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিন।

  6. 6

    প্রেসার কুকারের জল দিয়ে অল্প গরম করে নিন। তারপর ইডলি স্ট্যান্ড প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিন। প্রেসার কুকারের হুইসেল সরিয়ে রেখে দিন। 10 থেকে 15 মিনিট কম আছে স্টিম করে নিন। তারপর আজ বন্ধ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিন।

  7. 7

    এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে ইডলি স্ট্যান্ড বের করে আরো কিছু ঠান্ডা করে একটি চাকু সাহায্যে ইডলি গুলি সারিয়ে নিন। হয়ে গেল তৈরি গরম গরম মিক্স ভেজ ইডলি। সোমবারের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

Similar Recipes