রুই মাছের কোরমা (rui macher korma recipe in Bengali)

Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

#MJ
আজকের এই বিশেষ দিনে আমার মায়ের খুব পছন্দের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি।

রুই মাছের কোরমা (rui macher korma recipe in Bengali)

#MJ
আজকের এই বিশেষ দিনে আমার মায়ের খুব পছন্দের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জনের জন্য
  1. ৬০০-৭০০ গ্রাম(৬ টুকরো) মাছ
  2. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ৩ চা চামচ নুন
  4. ৩/৪ কাপ পেঁয়াজ কুচি
  5. ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  6. ১. ৫ টেবিল চামচ আদা বাটা
  7. ৩/৪ টেবিল চামচ রসুন বাটা
  8. ৩/৪ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  9. ১.৫ চা চামচ জিরা বাটা
  10. ১২-১৪ টি কিসমিস
  11. ৩ টেবিল চামচ মিষ্টি দই
  12. ৬-৮ টি কাঁচা লঙ্কা বাটা
  13. ৩/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১/৩ চা চামচ জায়ফল জয়িত্রী বাটা
  15. ৬-৮ টি কাজুবাদাম
  16. ২-৩ টি গোটা ছোট এলাচ
  17. ২-৩ টি ছোট তেজপাতা
  18. ৩ চা চামচ ঘি
  19. ৯ টেবিল চামচ সাদা তেল
  20. ৩/৪ কাপ পেঁয়াজ (বেরেস্তা করার জন্য)
  21. ১.৫ চা চামচ পোস্ত বাটা
  22. ১ টা মাঝারি টমেটো বাটা
  23. ৩/৪ কাপ গরম জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের টুকরাগুলোকে দেড় চা চামচ নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে তেলে লাল করে ভেজে নিন।

  2. 2

    এবার একটি কড়াইতে তেল ও ২ চা চামচ ঘি দিয়ে তাতে পিঁয়াজ কুচি দিন। বেরেস্তা করে তুলে রাখুন। ঐ তেলেই কাজু ও কিসমিস দিয়ে ভেজে নিন।

  3. 3

    ভাজা কাজু ও কিসমিস বেটে নিন। তাতে পোস্ত বাটা, মিষ্টি দই ও গুঁড়ো দুধ মিশিয়ে রাখুন।

  4. 4

    ঐ তেলেই তেজপাতা ও ছোট এলাচ ফোড়ন দিয়ে বাকি পিঁয়াজ কুচি দিন। লাল করে ভেজে পিঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, জিরা বাটা ও কাশ্মীরী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কাজু, কিসমিস, পোস্ত, দই ও দুধের মিশ্রণ টি দিয়ে দিন। অর্ধেক বেরেস্তা দিন।

  5. 5

    মসলা টা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের ভাজা টুকরো গুলো দিয়ে দিন। এবার আলতো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিন। ওপর থেকে গরম মশলা গুঁড়ো, জয়িত্রী ও জায়ফল গুঁড়ো, বাকি ঘি এবং অল্প একটু বেরেস্তা রেখে বাকিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন।

  6. 6

    ১০ মিনিট পরে ঢাকা খুলে ওপর থেকে বাকি পিঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন। সঙ্গে চাই শুধু একটু গরম গরম ভাত বা বাসন্তী পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

মন্তব্যগুলি

Similar Recipes