আম পোড়া শরবত (Aam Pora Sharbat in Bengali)

Auli Kar Raha (অলি কর রাহা)
Auli Kar Raha (অলি কর রাহা) @AuliRaha
সালকিয়া, হাওড়া

গরমের একটি অতি সুস্বাদু পানীয় হল আম পোড়া শরবত।

আম পোড়া শরবত (Aam Pora Sharbat in Bengali)

গরমের একটি অতি সুস্বাদু পানীয় হল আম পোড়া শরবত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
১০ জন
  1. ৩৫০গ্রামকাঁচা আম
  2. ১ মুঠো ধনে পাতা
  3. স্বাদ মত চিনি, নুন
  4. ২চা চামচ গোটা জিরে
  5. ২টোশুকনো লঙ্কা
  6. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে কাঁচা আম ভাল করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    শুকনো কড়াইয়ে জিরে, শুকনো লঙ্কা নেড়ে নিয়ে গুড়ো করে রাখতে হবে।

  3. 3

    আমগুলো ধীমি আঁচে ভাল করে পুড়িয়ে নিয়ে খোশা ছাড়িয়ে নিতে হবে।

  4. 4

    ঠান্ডা হলে ঘিষনিতে ঘষে নিতে হবে।

  5. 5

    আমের পাল্পের মধ্যে স্বাদমতো সাধারণ লবণ, বিটনুন, চিনি, টালা মশলা, ধনেপাতা দিয়ে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে। শরবতের জন্য পাল্প রেডি।

  6. 6

    এরপর একটা কাঁচের গ্লাসে ৩/৪ চামচ পাল্প আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভাল করে নাড়তে হবে। আরেকবার চেখে দেখে প্রয়োজনে বিটনুন, চিনি দিতে হবে। শরবতের ওপর থেকে আরেকবার টালা মশলা ছড়িয়ে দিতে হবে। ব্যস আমপোড়া শরবত তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Auli Kar Raha (অলি কর রাহা)
সালকিয়া, হাওড়া

মন্তব্যগুলি

Similar Recipes