বক ফুলের বড়া (ঠাকুরবাড়ির রান্না)(bokfuler bora recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#TR
ঠাকুরবাড়ির রান্না। রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল এই বক ফুলের বড়া। আমার শশুর মশাই র মুখে শুনেছি ।
যেহেতু এটা সবসময় পাওয়া যায় না,তাই যখন এই বক ফুলের বড়া হত রবি ঠাকুর একসাথে অনেক গুলো করে খেতেন। এ নিয়ে দু লাইন কবিতাও মুখে মুখে বলতেন, শশুর মশাই বলতেন আমার মনে নেই তাই দুঃখিত। আর যাঁর থেকে এগুলো শোনা তিনিও আর এ জগতে নেই।

বক ফুলের বড়া (ঠাকুরবাড়ির রান্না)(bokfuler bora recipe in Bengali)

#TR
ঠাকুরবাড়ির রান্না। রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল এই বক ফুলের বড়া। আমার শশুর মশাই র মুখে শুনেছি ।
যেহেতু এটা সবসময় পাওয়া যায় না,তাই যখন এই বক ফুলের বড়া হত রবি ঠাকুর একসাথে অনেক গুলো করে খেতেন। এ নিয়ে দু লাইন কবিতাও মুখে মুখে বলতেন, শশুর মশাই বলতেন আমার মনে নেই তাই দুঃখিত। আর যাঁর থেকে এগুলো শোনা তিনিও আর এ জগতে নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০টাবকফুল
  2. ১মুঠো/প্রয়োজন মতবেসন
  3. ৫টেবিল চামচগোবিন্দ ভোগ চাল ভিজিয়ে বেটে নেওয়া
  4. ১চা চামচকলোজিরা
  5. ১টেবিল চামচপোস্ত দানা
  6. স্বাদ মতনুন
  7. পরিমাণ মতহলুদ বাটা
  8. ১/২চা চামচ চিনি
  9. ১কাপ সর্ষের তেল ভাজার জন্য
  10. ২টোকাঁচা লঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বক ফুল গুলো ভালো করে ধুইয়ে, মাঝখানে র মোটা পরাগ ডাটি টা ছিড়ে ফেলে দিতে হবে।

  2. 2

    অন্যদিকে একটা পাত্রে চালবাটা টা নিয়ে একটু জল দিয়ে পাতলা করে, ওতে বেসন দিয়ে ফেটিয়ে মিডিয়াম ঘন বাটার তৈরি করতে হবে।

  3. 3

    এবার এতে স্বাদ মতো নুন, চিনি, দিতে হবে। একটু হলুদ বাটা দিতে হবে।

  4. 4

    এবার কালো জিরে আর পোস্ত টা দিয়ে দিতে হবে।

  5. 5

    দুটো কাঁচা লংকা বাটা ঐ বাটার এ মেশাতে হবে।

  6. 6

    কড়াইতে তেল গরম করে ঐ গরম তেল থেকে এক হাতা গরম তেল বাটার এ ঢেলে দিতে হবে।

  7. 7

    এবার ভালো করে ফেটতে হবে। তাতে নরম আর মুচমুচে হবে।

  8. 8

    এবার একটা করে বক ফুল নিয়ে বাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি বক ফুলের বড়া।

  9. 9

    একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes