মটন কষা (Mutton kosha recipe ni bengali)

Swati Mukherjee
Swati Mukherjee @cook_35524070

মটন কষা (Mutton kosha recipe ni bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
১ জন
  1. ২৫০ গ্রাম পাঁঠার মাংস
  2. ৬৫ গ্রাম টক দই
  3. ৬ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ৪ টি পেঁয়াজ বাটা
  5. ১ প্যাকেট মাটন মাসালা
  6. ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  7. ৩টেবিল চামচ জিরা বাটা
  8. স্বাদ মত নুন
  9. ১ কাপ সর্ষের তেল
  10. ৪ টি তেজপাতা
  11. ৬টি লবঙ্গ
  12. ৫ টি এলাচ
  13. ২ টি আলু মাঝখান থেকে টুকরো করা

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    মাটন ভালো করে ধুয়ে নুন হলুদ ও দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে আলু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ওই তেলেই তেজপাতা গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।

  4. 4

    এরপর এতে পিয়াজ বাটা আদা রসুন বাটা দিতে হবে

  5. 5

    এরপর মাটন মাসালা হলুদ গুঁড়ো জিরা বাটা দিতে হবে।

  6. 6

    এরপর নুন দিয়ে খুব ভালো করে কষতে হবে।

  7. 7

    এরপর ম্যারিনেট করা পাঁঠার মাংস দিয়ে দিতে হবে।

  8. 8

    এরপর 2 কাপ গরম জল দিতে হবে।

  9. 9

    এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিতে হবে।

  10. 10

    10 মিনিট পর ঢাকনা খুলে একটি প্রেসার কুকারে পাঁঠার মাংস ঝোল আলু সহ ঢেলে দিতে হবে।

  11. 11

    এরপর প্রেসার কুকারে একদম কম আচে বসিয়ে পাঁচ থেকে সাতটি সিটি দিতে হবে।

  12. 12

    এরপর প্রেসার কুকার থেকে নামিয়ে গরম মসলা গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন মাটন কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Mukherjee
Swati Mukherjee @cook_35524070

Similar Recipes