এগ কষা(egg kosha recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#ebook06

এই কথাটা তো আমরা শুনেই আসছি। আর এই লকডাউন এর বাজারে রোববারেও ডিমই খুব চলবে।

আমার তিন বছরের ছেলে সুপারহিরোদের খুব বড় ফ্যান। সারাদিন ওই দুনিয়াতেই থাকে। আর ডিম খেলেই তো সুপারহিরো হওয়া যায়... তাই না!
তাই বানিয়ে ফেললাম এগ কষা।

এগ কষা(egg kosha recipe in Bengali)

#ebook06

এই কথাটা তো আমরা শুনেই আসছি। আর এই লকডাউন এর বাজারে রোববারেও ডিমই খুব চলবে।

আমার তিন বছরের ছেলে সুপারহিরোদের খুব বড় ফ্যান। সারাদিন ওই দুনিয়াতেই থাকে। আর ডিম খেলেই তো সুপারহিরো হওয়া যায়... তাই না!
তাই বানিয়ে ফেললাম এগ কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে ৪৫ মিনিট
৫ জন
  1. ৫ টা ডিম
  2. ১০ টা মাঝারি আলু (না থাকলে বড় আলু মাঝখান থেকে কেটে নিয়ে)
  3. ৫ চা চামচসর্ষের তেল
  4. ১ টা তেজপাতা
  5. ২ টো শুকনো লঙ্কা
  6. ২ টো আস্ত এলাচ
  7. ১ টুকরো দারচিনি
  8. ২-৩ টে লবঙ্গ
  9. ২ টো মাঝারি পেঁয়াজ কুচি
  10. ১ টা টমেটো
  11. ১ চা চামচ আদা বাটা
  12. ১/২ চা চামচ রসুন বাটা
  13. স্বাদ মত লবণ
  14. ১/২ চা চামচ চিনি
  15. ৩-৪ টা কাঁচা লঙ্কা
  16. পরিমাণ মত গরম মশলা গুঁড়ো
  17. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  18. ১ চা চামচ জিরা গুঁড়ো
  19. ১ চা চামচ জিরা

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে ৪৫ মিনিট
  1. 1

    ১) প্রথমে প্যানে জল দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে হবে, এর ফলে খুব সহজেই ডিমের খোসা ছাড়ানো যায়। একইসঙ্গে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    ২) কড়াইতে সরষের তেল দিলাম। এরপর ডিমগুলোতে ছোট ছোট ছিদ্র করে বা একটু কেটে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। একই পদ্ধতিতে আলুগুলোও ভেজে নিতে হবে।

  3. 3

    ৩) এরপর বাকি তেলের মধ্যে তেজ পাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও অল্প আস্ত জিরা দিয়ে মসলার গন্ধ বেরোলেই পেঁয়াজকুচি দিতে হবে। এর মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনি টি ক্যারামেলাইজড হলেই বেশ ভালো রং আসে। পেঁয়াজ নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দুটি কাঁচা লঙ্কা বাটা।

  4. 4

    ৪) একটি বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইতে পেঁয়াজগুলোকে একটু সাইড করে, এই পেস্টটি তেলের উপর দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এরপর মশলা ও পেঁয়াজ দিয়ে ভাল করে মশলা কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া টমেটো। মসলা বেশি শুকিয়ে এলে তার মধ্যে অল্প গরম জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল বেরিয়ে আসে।

  5. 5

    ৫) এরপর ডিমগুলি দিয়ে মসলার সঙ্গে আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণমতো গরম জল ও আলুগুলি,বাকি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ঢাকা দিতে হবে। ব্যাস আলু সেদ্ধ হয়ে এলে এবং যে ঘনত্বের কষা চাইছেন সেটা এলে গরম মসলা দিয়ে নামিয়ে নিলে তৈরি এগ কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

মন্তব্যগুলি

Similar Recipes