ক্রিস্পি হানি চিকেন (Crispy Honey Chicken Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

ক্রিস্পি হানি চিকেন (Crispy Honey Chicken Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩জন
  1. ৪০০ গ্ৰাম চিকেন
  2. ২চা চামচ রসুন কুচি
  3. ২চা চামচ আদা বাটা
  4. ২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. ২টো লঙ্কা কুচি
  6. ২চা চামচ ভিনিগার
  7. ৩চা চামচ কর্নফ্লাওয়ার
  8. ১চা চামচ ময়দা
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. ১চা চামচ সয়া সস
  11. ৪ চা চামচ মধু
  12. ১টুকরো মাখন
  13. ২চা চামচ ধনেপাতা কুচি
  14. ১ চা চামচ রোষ্টেড তিল
  15. প্রয়োজন মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে চিকেন,১চা গোলমরিচ গুড়ো,১/২চামচ নুন,১চা আদাবাটা, ভিনিগার ও ২চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঘন্টা তিনেক ম‍্যরিনেট করে রাখতে হবে।

  2. 2

    এবার ম‍্যরিনেট করা চিকেন কর্নফ্লাওয়ার ও ময়দার গুড়োতে মাখিয়ে নিয়েছি।

  3. 3

    এবার অল্প আচে চিকেনের টুকরো গুলো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, যাতে ঠিক মতো সেদ্ধ হয়ে যায়।

  4. 4

    এবার ঐ তেলেই ১চামচ মাখন দিয়ে রসুন ও আদাকুচি দিয়ে ভেজে, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সয়াসস ও১চামচ জল দিয়ে নাড়াচাড়া করে মাংসের টুকরো দিয়ে মশলায় মিশিয়ে নিতে হবে।গোলমরিচ গুড়ো দিতে হবে ও ম‍্যরিনেট করা র যে ঝোল ছিল তাও দিয়ে দেবো

  5. 5

    সবশেষে লঙ্কা,ধনেপাতা কুচি দিয়েনাড়াচাড়া করে গ‍্যাস বন্ধ করে মধু দিয়ে নাড়াচাড়া করে নেবো,শেষে আরোও একটু ধনেপাতা কুচি, লঙ্কা ও রোষ্টেড তিল ছড়িয়ে দিলাম

  6. 6

    সাধারনত কোন রান্নায় মধু দিলে রান্নার শেষে দিতে হয়,নাহলে মধুর স্বাদ ঠিক মতো পাওয়া যায় না।

  7. 7

    এবার একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes