ভেন্ডি আলুর তরকারি (bhendi aloor tarkari recipe in Bengali)

Rekha Roy
Rekha Roy @cook_36806473

ভেন্ডি আলুর তরকারি (bhendi aloor tarkari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 15 টিঢেঁড়স
  2. 2 টিআলু
  3. পরিমাণ মততেল ও জল
  4. স্বাদ মতলবণ
  5. 1/4 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1 চা চামচচিনি
  7. 2 টিপেঁয়াজ কুচি
  8. 1 চা চামচআদা বাটা ও জিরে বাটা
  9. 2 টিলঙ্কা কুচি
  10. 1 চা চামচপাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ঢেড়স ও আলু জলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজ কেটে নিতে হবে।

  2. 2

    কড়ায় তেল দিয়ে ঢেঁড়স একটু নেড়ে নিতে হবে।

  3. 3

    তারপর ওই কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, চিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে আলু দিয়ে দিতে হবে।তারপর ঢেঁড়স দিতে হবে।

  4. 4

    এরপর লবণ, হলুদ, জিরে ও আদাবাটা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।সব সেদ্ধ হয়ে যাবে যখন, তখন ঢেঁড়স আলুর তরকারি রেডি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rekha Roy
Rekha Roy @cook_36806473

মন্তব্যগুলি

Similar Recipes