আলুর তরকারি(diye aloor tarkari recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020

আলুর তরকারি(diye aloor tarkari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
৩-৪ জন
  1. ৫টি মাঝারি আলু
  2. ২টি টমেটোর কুচি
  3. ২ চা চামচ আদা বাটা
  4. স্বাদ অনুসারনুন ও চিনি
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১চা চামচ ভাজামশলা গুঁড়ো
  7. ১ চা চামচপাঁচফোড়ন
  8. ১টিশুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা
  9. ১/২ চা চামচ আমচুর পাউডার
  10. ৩-৪ টি কাঁচালঙ্কা
  11. ২.৫-৩ টেবিল চামচ সাদাতেল
  12. ৩/৪কাপ জল
  13. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  14. ২ টিতেজপাতা
  15. ২ টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    আলুগুলো ডুমো ডুমো করে কাটতে হবে। আমচুর পাউডারটাকে অল্প জলে গুলিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে এতে পাঁচফোড়ন,শুকনোলঙ্কা ও তেজপাতা দিতে হবে।এরপর আলুর টুকরোগুলো দিতে হবে।

  3. 3

    আলু অল্প ভাজা হলে টোমেটোকুচি গুলো দিতে হবে। অল্প আঁচে ভাজতে হবে ঢাকা দিয়ে।

  4. 4

    একটু পর এতে নুন,হলুদ ওচিনি দিয়ে কষাতে হবে।কষানোর পর জল এবং কাঁচালঙ্কা দিয়ে আবার ঢেকে দিতে হবে।

  5. 5

    আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা মশলার গুঁড়ো ও আমচুর পাউডার দিয়ে নেড়ে ২ মিনিট ঢেকে রাখতে হবে।গ্যস বন্ধ করে কিছুক্ষণ রেখে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Mandal Banerjee

Similar Recipes