মটর ঘুগনি (matar ghugni recipe in Bengali

Konika Samaddar
Konika Samaddar @cook_18176656

মটর ঘুগনি (matar ghugni recipe in Bengali

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০ গ্রাম ঘুগনির ডাল
  2. ১টি আলু
  3. ২.৫ চা চামচ গোটা সাদা জিরে
  4. ১ টি তেজপাতা
  5. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  6. ২ টেবিল চামচ জিরা গুঁড়ো
  7. স্বাদ মতলবণ
  8. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  9. ২ টেবিল চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ঘুগনির ডাল প্রথমে সেদ্ধ করে নিতে হবে নুন হলুদ দিয়ে।

  2. 2

    আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা গোটা সাদা জিরে ফোড়ন দিতে হবে। এরপরে আলু দিয়ে দিতে হবে।

  4. 4

    আলু লাল লাল করে ভাজা হলে আলু তুলে নিতে হবে।এরপর আদা বাটা দিয়ে একে একে সব শুকনো মসলা ও নুন দিতে হবে।

  5. 5

    ভালো করে কষিয়ে নিতে হবে।
    এরপরেতে সেদ্ধ করে রাখা ডাল এবং ভেজে রাখা আলু দিতে হবে।

  6. 6

    এরপর সামান্য জল দিয়ে রান্না করতে হবে
    এরপর নামানোর সময় গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন ঘুগনি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Konika Samaddar
Konika Samaddar @cook_18176656

মন্তব্যগুলি

Similar Recipes