বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া (biyebari style katla kalia recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া (biyebari style katla kalia recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
3জন
  1. 8-9 টুকরোকাতলা মাছ
  2. স্বাদ মতনুন
  3. পরিমাণ মত তেল
  4. 1 চা চামচগোটা সর্ষে
  5. 1 চা চামচগোটা জিরে
  6. পরিমাণ মত কারি পাতা
  7. 3টেবিল চামচ কসুরি মেথি
  8. 3টেবিল চামচ ধনে পাতা কুচি
  9. 1 কাপফেটানো টক দই
  10. 2 টিটমেটো (পিউরি করে নিতে হবে)
  11. 1 টিপেঁয়াজ (কুচি করে নিতে হবে)
  12. 6-7 কোয়ারসুন (কুচি করে নিতে হবে)
  13. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  14. 1টেবিল চামচ কাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  15. 1টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  16. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  17. 1 চা চামচগরম মশলার গুঁড়ো
  18. 4-5টেবিল চামচ ফেটানো ফ্রেশ ক্রীম
  19. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  20. 1টেবিল চামচ আদা রসুন পেস্ট

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    প্রথমে মাছের পিস গুলো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষন ।

  2. 2

    এবার ওই মাছ এর পিস গুলো সেলো ফ্রাই করে তুলে রাখলাম।

  3. 3

    তারপর প্যান এ তেল গরম করে প্রথমে গোটা সর্ষে,গোটা জিরে আর কারি পাতা ফোরণ দিয়ে টমেটো পিউড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে।

  5. 5

    তারপর একে একে হলুদ গুঁড়ো,লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে।

  6. 6

    তারপর রোস্টেড কসুরি মেথি গুঁড়ো, ফেটানো টক দই দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে।

  7. 7

    তারপর ফ্রেশ ক্রীম দিয়ে 20 সেকেন্ড রান্না করতে হবে কম আঁচে।

  8. 8

    নামাবার আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামাতে হবে।

  9. 9

    এই সুস্বাদু ফিস কারি কোনো প্লেন রাইস,জিরা রাইস বা পোলাও এর সাথে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes