কচু চিংড়ির ঝোল (kochu chingrir jhol recipe in bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#KR
কচু চিংড়ির ঝোল আমার পছন্দের একটি পদ। অনেকেই আলু দিয়ে চিংড়ি রান্না পদ খেতে ভালো বসেন কিন্তু সুগার লেভেল বেশি থাকায় খাওয়া নিষেধ থাকে। তাঁরা কচু চিংড়ি রান্না র ঝোল ,ঝাল পদ খেয়ে দেখুন ভালো লাগবে।কচু দিয়ে আর ও নানান রকম পদ বানানো যায়।

কচু চিংড়ির ঝোল (kochu chingrir jhol recipe in bengali)

#KR
কচু চিংড়ির ঝোল আমার পছন্দের একটি পদ। অনেকেই আলু দিয়ে চিংড়ি রান্না পদ খেতে ভালো বসেন কিন্তু সুগার লেভেল বেশি থাকায় খাওয়া নিষেধ থাকে। তাঁরা কচু চিংড়ি রান্না র ঝোল ,ঝাল পদ খেয়ে দেখুন ভালো লাগবে।কচু দিয়ে আর ও নানান রকম পদ বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫/৩০ মিনিট।
২-৩ জন
  1. ২৫০ গ্রাম কচু
  2. ১০০ গ্রাম চিংড়ি
  3. 4টেবিল চামচ সর্ষের তেল
  4. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. 1/2টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
  6. 4টে গোটা কাঁচা লঙ্কা
  7. 1/2টেবিল চামচ জিরে গুঁড়ো
  8. 1/4 চা চামচধনে গুঁড়ো
  9. 1 চা চামচরসুন বাটা
  10. 1/2 কাপপেঁয়াজ বাটা
  11. 1/2 কাপটমেটো কুচি
  12. 1/2 চা চামচভাজা মশলা গুঁড়ো(জিরে,গোলমরিচ)।
  13. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

২৫/৩০ মিনিট।
  1. 1

    প্রথমে কচুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে লবণ জলে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে দিলাম

  2. 2

    চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আন্দাজ মতো লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিলাম।

  3. 3

    এবার গ্যাস ওভেন জ্বালালাম। মাঝারি আঁচে রান্নার জন্য কড়াই বসালাম। তেল ঢেলে দিলাম, তেল গরম হলে চিংড়ি মাছ ঢেলে দিলাম। সামান্য নাড়া চারা করে পেয়াঁজ বাটা ও রসুন বাটা ঢেলে দিলাম। পেয়াঁজ বাটা রং ধরতে শুরু করলে টমেটো কুচি ও সমস্ত রকম মশলা দিয়ে দিলাম । কচু দিয়ে দিলাম।খুব ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল ও আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম । আঁচটা কমিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম।

  4. 4

    পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে কচু সেদ্ধ হয়েছে নাকি, লবণ স্বাদ মতো হয়েছে নাকি দেখে নিলাম। ভাজা মশলা ছড়িয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম।

  5. 5

    আমার কচু চিংড়ি র ঝোল রান্না কমপ্লিট। অন্য একটি পাত্রে ঢেলে দিলাম । আমার রান্না কচু চিংড়ি র ঝোল পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

Similar Recipes