চিঁড়ের পোলাও (chirer pulao recipe in Bengali)

Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা

চিঁড়ের পোলাও (chirer pulao recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের জন্য
  1. 2 কাপচিঁড়ে
  2. 1 টি মাঝারি গাজর
  3. 8-10 টিবিন্স
  4. 1 টি বড় পেঁয়াজ
  5. 2 টিকাঁচা লঙ্কা
  6. 1 টেবিল চামচভাঙা কাজু
  7. 1 টেবিল চামচকিসমিস
  8. 2 টিএলাচ
  9. 4 টিলবঙ্গ
  10. 1 ইঞ্চিদারচিনি
  11. 1 টিতেজপাতা
  12. 2 টেবিল চামচঘি
  13. স্বাদ মতনুন ও চিনি
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিঁড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে।

  3. 3

    তারপর পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে একটু লাল করে ভাজতে হবে।

  4. 4

    তারপর গাজর ও বিন্সকুচি এবং কাজু ও কিসমিস দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 4 মিনিট ভাজতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    সবজি ভাজা হলে জল ঝরানো চিঁড়ে দিয়ে নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও চিনি দিয়ে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। প্রয়োজনে একটু জলের ছিটে দিতে হবে যাতে একটু নরম হয়।

  6. 6

    সব শেষে অপর থেকে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করুন চিঁড়ের পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা
শিক্ষিকা, নেশা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes