নদীর ছোটো মাছের ঝোল (nadir choto macher jhol recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#FF1

নদীর ছোটো মাছের গুনাগুন তো আমার কম বেশি সকলেই জানি। আমি বেগুন ও বরবটি দিয়ে ছোটো মাছের পাতলা ঝোল বানিয়েছি,আর কিভাবে বানালাম,কি মসলা দিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

নদীর ছোটো মাছের ঝোল (nadir choto macher jhol recipe in Bengali)

#FF1

নদীর ছোটো মাছের গুনাগুন তো আমার কম বেশি সকলেই জানি। আমি বেগুন ও বরবটি দিয়ে ছোটো মাছের পাতলা ঝোল বানিয়েছি,আর কিভাবে বানালাম,কি মসলা দিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১৫ মিনিট
৩-৪ জন
  1. ৪০০-৫০০ গ্ৰাম নদীর জ্যান্ত ছোটো মাছ
  2. ২ টি মাঝারি বেগুন টুকরো করা
  3. ১০০-১৫০ গ্ৰাম বরবটি টুকরো করা
  4. ২-৩ টেবিল চামচ জিরা বাটা
  5. ১-২ টেবিল চামচ আদা বাটা
  6. ২-৩ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. ১-২ চা চামচ হলুদ গুঁড়া
  8. ৫০-৭০ গ্ৰাম সর্ষের তেল
  9. স্বাদ মতনুন
  10. পরিমাণ মত জল
  11. ফোঁড়নের জন্য
  12. ১/৩ চা চামচ পাঁচফোড়ন
  13. ১/২ চা চামচ গোটা জিরা
  14. ১-২ টি শুকনো লঙ্কা
  15. ৩-৪ টি তেজপাতা টুকরো করা

রান্নার নির্দেশ সমূহ

১০-১৫ মিনিট
  1. 1

    মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিন।

  2. 2

    তার পর বাকি তেলে ফোঁড়ন দিয়ে বেগুন ও বরবটি ভাজতে থাকুন বেশি ভাজবেন না, নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

  3. 3

    হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে জীরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন হলুদ দিন, সামান্য জল দিয়ে কষাতে থাকুন ৪-৫ মিনিট মিডিয়াম হিটে।

  4. 4

    কষানো হয়ে গেলে খামাখা জল দিন, কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিন ও একটু ফুটে উঠলে মাছ ভাজা দিয়ে দিন।৫-৭ মিনিট ফোটান মিডিয়াম হিটে।

  5. 5

    সময়ের শেষে নামিয়ে নিন। এই ভাবে রান্না করলে ছোটো মাছের সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes