কাতলা মাছের চপ (Katla machh er chop recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

কাতলা মাছের চপ (Katla machh er chop recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জনের
  1. 4 টেহালকা করে ভাজা কাতলা মাছের পেটি
  2. 1 টাসেদ্ধ করে গ্রেট করা আলু
  3. 1 টাছোট পেঁয়াজ বাটা
  4. 1 চামচলংকা গুঁড়ো
  5. 1/4 চামচহলুদ গুঁড়ো
  6. 2 টেবল চামচধনে পাতা কুচি
  7. স্বাদ মতনুন
  8. 1 টাডিম
  9. 2 চামচকর্নফ্লাওয়ার
  10. সামান্যজল
  11. 1টেবিল চামচডীপ ফ্রাই করার জন্য তেল
  12. প্রয়োজন মতটমেটো সস, কাসুন্দি, স্যালাড সার্ভ করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে মাছ ভাজা গুলোকে ছাল কাঁটা বেছে চটকে কিমা করে নিতে হবে ।

  2. 2

    এবার কড়ায় 1 চামচ তেল গরম করে পেঁয়াজ বাটা, নুন, হলুদ গুঁড়ো আর লংকা গুঁড়ো কসে ওর মধ্যে মাছের কিমা দিয়ে একটু নাড়া চাড়া করে কসিয়ে নিতে হবে ।

  3. 3

    এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে । সম্পূর্ন ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ করে গ্রেট করা আলুর সাথে মেখে নিতে হবে ।

  4. 4

    এবার মাছ আর আলুর মিশ্রণ থেকে খানিকটা করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল গোল চপ গড়ে নিতে হবে । একটা পাত্রে ডিম কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে খুব পাতলা করে ব্যাটার গুলে রাখতে হবে । একটা প্লেটে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে রাখতে হবে ।

  5. 5

    চপ গুলো ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্ব এর গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে । এই পদ্ধতি 2 বার করতে হবে ।

  6. 6

    সব গুলো এক‌ই ভাবে গড়ে নিয়ে 30 মিনিট ফ্রিজে রাখতে হবে ।

  7. 7

    30 মিনিট পর কড়ায় তেল গরম করে ডীপ ফ্রাই করে নিতে হবে ।

  8. 8

    সব গুলো ভাজা হয়ে গেলে টমেটো সস, কাসুন্দি আর স্যালাডের সাথে গরম গরম সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes