শীতকালীন সব্জী খিচুড়ি(shitkalin sabji diye sabji khichdi recipe in bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#LD
# ডিনার
,,, মাঝে মাঝে ডিনারে সবজি দিয়ে হালকা খিচুড়ি খুব একটা খারাপ লাগে না,,,,,

শীতকালীন সব্জী খিচুড়ি(shitkalin sabji diye sabji khichdi recipe in bengali)

#LD
# ডিনার
,,, মাঝে মাঝে ডিনারে সবজি দিয়ে হালকা খিচুড়ি খুব একটা খারাপ লাগে না,,,,,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
২-৩ জন
  1. ২৫০ গ্ৰাম সিদ্ধ চাল
  2. ২০০ গ্ৰাম মুগডাল
  3. ১ টি ছোট ফুলকপি
  4. ৮-১০ টি শিম
  5. ২ টি মাঝারি আলু
  6. ২-৩ টেবিল চামচ ঘি
  7. ৩-৪ টেবিল চামচ আদা বাটা
  8. পরিমাণ মত সর্ষের তেল
  9. ৩-৪ টি কাঁচা লঙ্কা চেরা
  10. স্বাদ মতনুন
  11. ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  12. পরিমাণ মতজল
  13. ফোঁড়নের জন্য
  14. ১ চা চামচ গোটা জীরে
  15. ১ চা চামচ শুকনো লঙ্কা
  16. ২-৩ টি শুকনো লঙ্কা
  17. ৩-৪ টি তেজপাতা টুকরো করা

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    চাল ধুয়ে নিতে হবে।সব সবজি কেটে ধুয়ে নিতে হবে । মুগডাল শুকনো ভেজে নিতে হবে।

  2. 2

    কড়াই এ তেল দিয়ে ফোঁড়ন দিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিন ও তারপর চাল ডাল সমস্ত সবজি নুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিন ও ফুটতে সময় দিন ১০ মিনিট মিডিয়াম টু লো হিটে।

  3. 3

    ১০ মিনিট পর ভাত হয়ে আসলে তখন হলুদ গুঁড়া ও চিনি মিশিয়ে দিন ও ৫/৭ মিনিট ফুটিয়ে নিন ও শেষে ঘি আদা বাটা ও একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিন ও গরম গরম খিচুড়ি পরিবেশন করুন পাঁপড় ভাজা ও বেগুন ভাজা দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes

More Recipes