অড়হর ডালের পরোটা(arhar daler paratha recipe in bengali)

Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা

#WV

অড়হর ডালের পরোটা(arhar daler paratha recipe in bengali)

#WV

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় 1 ঘন্টা (ডাল ভেজানোর সময় বাদে)
4 জনের জন্য
  1. 1/2 কাপঅড়হর ডাল
  2. 2 কাপআটা
  3. 1 টি মাঝারিপেঁয়াজ
  4. 2 ইঞ্চিআদা
  5. 5-6 কোয়ারসুন
  6. 2 টিকাঁচা লঙ্কা
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  9. 1/2 চা চামচধনে গুঁড়ো
  10. স্বাদ মতনুন ও মিষ্টি
  11. 2 চা চামচকসুরি মেথি
  12. 1 চা চামচআমচুর পাউডার
  13. ফোঁড়নের জন্য
  14. 1/2 চা চামচমচ গোটা কালো সর্ষে ও সাদা জিরে
  15. 2 চা চামচসাদা তেল
  16. প্রয়োজন মতঘি পরোটা ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

প্রায় 1 ঘন্টা (ডাল ভেজানোর সময় বাদে)
  1. 1

    প্রথমে ডাল 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর ডালটা 1/2 চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে পরিমান মতো জল(ডালটা ঠিক জলে ডুবে থাকবে) দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5 টি সিটি দিয়ে সেদ্ধ করতে হবে।

  3. 3

    এখন সাদা তেল গরম করে সর্ষে ও জিরে ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি কম আঁচে লাল করে ভাজতে হবে।

  4. 4

    পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা ও রসুন বাটা দিয়ে আরো 1 মিনিট কম আমচে নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে 1 মিনিট কষাতে হবে। প্রয়োজনে অল্প জল দিতে হবে।

  6. 6

    মশলা কষানো হলে কসুরি মেথি ও সেদ্ধ ডাল দিয়ে ভালো করে কম আঁচে মেশাতে হবে। স্বাদ মতো নুন ও মিষ্টি দিতে হবে। তবে নুন একটু কম দিতে হবে কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল।

  7. 7

    ডাল শুকিয়ে গেলে গ্যাস বন্ধ করে মিশ্রণটা ঠান্ডা হতে দিতে হবে।

  8. 8

    তারপর একটু শক্ত করে আটা মেখে লেচি বানিয়ে নিতে হবে। লেচি বাটির আকার করে ভেতরে ডালের পুর ভোরে মুখ বন্ধ করে দিতে হবে।

  9. 9

    এরপর লেচি গুলো পরোটার মতো বেলে নিয়ে চাটুতে এপিঠ ওপিঠ একটু সেঁকে ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি অরহর ডালের পরোটা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা
শিক্ষিকা, নেশা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes