আলু চিংড়ি কারি(Aloo chingri curry recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

##SF

শীতের সময় যে কোন সব্জি বা মাছের একটা আলাদাই স্বাদ বা তেল থাকে তাই শীতকালে যে কোন সব্জি বা মাছের রান্নার একটা অনবদ্য স্বাদ যেটা মুখে লেগে থাকার মতো।

আলু চিংড়ি কারি(Aloo chingri curry recipe in bengali)

##SF

শীতের সময় যে কোন সব্জি বা মাছের একটা আলাদাই স্বাদ বা তেল থাকে তাই শীতকালে যে কোন সব্জি বা মাছের রান্নার একটা অনবদ্য স্বাদ যেটা মুখে লেগে থাকার মতো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিঃ
৬ জন
  1. ২৫০গ্রাম মাঝারি চিংড়ি মাছ
  2. ৩ টে মাঝারি আলু টুকরো করে কাটা
  3. ২ টো পেঁয়াজ কুচি
  4. ২ টো(বড় হলে ১ টা) টমেটো কুচি
  5. ৬-৭ কোয়া রসুন থেঁতো
  6. ৫-৬ টা কাঁচালঙ্কা
  7. ১ চা চামচ ধনে
  8. ১ চা চামচ জিরে
  9. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. ১/২ চা চামচ গোটা জিরে
  13. ১ টা তেজপাতা
  14. স্বাদ মতনুন,চিনি
  15. প্রয়োজন মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিঃ
  1. 1

    আলু ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। পিঁয়াজ কুচি করে নিন।আদা রসুন কাঁচালঙ্কা টমেটো আরও বাকি সরঞ্জাম সবকিছু হাতের কাছে রেডি করে নিন।মাছ বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ মিঃ রেখে হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলে আরো ২ টেবিল চামচ তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিন,২৫/৩০ সেকেন্ড লো আঁচে ফোড়ন রেডি করুন।

  2. 2

    এবার পিঁয়াজ কুচি দিয়ে ১ মিঃ নাড়াচাড়া করে আদা রসুন বাটা কাঁচালঙ্কা আর টমেটো হাতে করে গেলে দিন ভালো করে মিঃ ২ লো আঁচে রান্না করুন, এরপর সামান্য জল দিয়ে গুঁড়ো মসলা দিন

  3. 3

    মসলা ভালো করে কষানো হলে মসলা থেকে তেল রিলিজ হলে আলু দিয়ে মসলার সাথে ভালো করে কষান কমপক্ষে আরও ২/৩ মিঃ পরিমাণ মতো নুন চিনি দিয়ে প্রয়োজনে অল্প অল্প করে জল দিয়ে কষান, ভালো মতো কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে ফোটার অপেক্ষা করুন। ঝোল ফুটতে শুরু করলে ভাজা মাছ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ১০ মিঃ রান্না করুন, মাঝে অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। ১০ মিঃ পর ঢাকা খুলে গরম মসলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে লো আঁচে ২ মিঃ রান্না করুন।

  4. 4

    ২ মিঃ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে তরকারি গামাখা গামাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes