ট্রাই কালার পোলাও(tri colour pulao recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#RDS
রিপাবলিক ডে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে।সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা দের আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি আমার রেসিপি তৈরি করেছি।রেসিপির মাধ্যমে তুলে ধরতে চেয়েছি জাতীয় পতাকা। আমি খুব ভালো আর স্বাদপুর্ণ তিনটি পোলাও বানিয়েছি।

ট্রাই কালার পোলাও(tri colour pulao recipe in Bengali)

#RDS
রিপাবলিক ডে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে।সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা দের আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি আমার রেসিপি তৈরি করেছি।রেসিপির মাধ্যমে তুলে ধরতে চেয়েছি জাতীয় পতাকা। আমি খুব ভালো আর স্বাদপুর্ণ তিনটি পোলাও বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট ।
৫ জন।
  1. 3 কাপগোবিন্দ ভোগ চাল
  2. 1 কাপনারকেলের দুধ
  3. 1 কাপকমলালেবুর রস
  4. এক কাপএকটু ধনেপাতা, লঙ্কা ও করাইশুঁটি বাটা দিয়ে তৈরি সবুজ রস।
  5. 2 চা চামচপাতিলেবুর রস
  6. পরিমাণ মতঅরেঞ্জ ও সবুজ ফুড কালার
  7. 1/2 কাপকাজু বাদাম
  8. পরিমাণ মত ঘি
  9. পরিমাণ মতগোটা গরম মশলা
  10. 3 চা চামচচিনি
  11. স্বাদ মতনুন
  12. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট ।
  1. 1

    চাল প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে।তারপর জল ঝাড়াতে দিতে হবে একটি ছাঁকনির উপর।খেয়াল রাখতে হবে জল পুরো ঝরে যায় যেনো। কমলালেবুর রস ছেঁকে রাখতে হবে।পরিমান ঠিক রাখার জন্যে ব্যবহৃত কাপে নারকেলের দুধ ও রেখে দিতে হবে।আর ধনে পাতা,লঙ্কা,করাইশুঁটি বেটে তাতে একটু জল মিশিয়ে ছেঁকে রাখতে হবে।

  2. 2

    এবার এক কাপ করে চাল নিয়ে নিতে হবে আলাদা আলাদা পাত্রে।তার এক একটা তে ঘি,নুন,চিনি ও ফুড কালার মিশিয়ে রেডি করে রাখতে হবে।শুধু সাদাটাতে রঙ মেশাতে হবে না।

  3. 3

    এবার কড়াইতে ঘি দিয়ে গরম হলে গোটা গরম মসলা ও কাজু বাদাম দিয়ে হালকা হাতে একটু ভেজে নিতে হবে।তার পর মিশ্রিত চাল তুলে দিতে হবে। একটু ফ্রাই করে এক কাপ জল ও এক কাপ করে কমলা রস,ধনেপাতার রস,নারকেলের দুধ তিন রকমের জন্যে দিতে হবে।এভাবে তিন বার করতে হবে তিন রকম পোলাও বানানোর জন্য।

  4. 4

    পোলাও হয়ে গেলে একটি প্লেটে পতাকার রূপ দিয়ে সাজাতে হবে।নারকেলের দুধ দিয়ে বানিয়েছি নারকেলি পোলাও।
    ধনেপাতা,লঙ্কা,করাইশুঁটি বাটা ও লেবুর রস দিয়ে বানিয়েছি টক মিষ্টি সবুজ পোলাও।
    আর কমলা লেবুর রস দিয়ে বানিয়েছি কমলা পোলাও।ভীষণ ভালো খেতে হয়েছে।বন্ধুদের কাছে ট্রাই করার আবেদন রইলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes