রুই মাছের বাটি চচ্চড়ি

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

অপূর্ব স্বাদের একটি মাছের পদ। যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।

রুই মাছের বাটি চচ্চড়ি

অপূর্ব স্বাদের একটি মাছের পদ। যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
4জন
  1. রুই মাছের পেটি 4পিস
  2. বড় সাইজের আলু 1 টা
  3. পেঁয়াজ কুচি 1টা
  4. চেরা কাঁচালঙ্কা 2 টো
  5. ধনেপাতা কুচি 2টেবিল চামচ
  6. হলুদ গুঁড়ো 1চা চামচ
  7. চামচলাল লঙ্কাগুঁড়ো হাফ চা
  8. নুন স্বাদমতো
  9. সর্ষের তেল 2টেবিল চামচ
  10. কাপজল হাফ

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    প্রথমে মাছের পেটি সরু ও একটু মোটা করে কেটে নিতে হবে।

  2. 2

    আলু খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে।

  3. 3

    এবার একটা ননস্টিক কড়াইতে প্রথমে মাছের পেটি সাথে আলু ও সমস্ত উপকরণ একসাথে নিয়ে সেটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে। হবে।

  4. 4

    তারপর তাতে হাফ কাপ জল দিয়ে আবারও একটু মেখে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে জোড় আঁচে রান্না করতে হবে কিছুক্ষন।

  5. 5

    কিছুক্ষণ পর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে এবং মাছ ও আলু সেদ্ধো হয়ে এলে ওপরে ধনেপাতা কুচি ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে ঢিমে আঁচে 5 মিনিট রেখে দিতে হবে।

  6. 6

    তারপর গ্যাস বন্ধ করে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes