মটর মাশরুম

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

খুব সুস্বাদু আর সাস্থকর খাদ্য ..... #রাঁধুনি

মটর মাশরুম

খুব সুস্বাদু আর সাস্থকর খাদ্য ..... #রাঁধুনি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 100 গ্রামমটর
  2. 250 গ্রামমাশরুম
  3. নুন স্বাদ মতো
  4. 1/2 কাপসর্ষে তেল
  5. পেঁয়াজ 1টি
  6. টমেটো 2টি
  7. রসুন 7টি কোয়া
  8. কাঁচা লঙ্কা 3টি
  9. তেজপাতা 2টি
  10. 1/2 চামচগোটা জিরে
  11. 1 চামচধোনে গুঁড়ো
  12. 1/2 চামচহলুদ গুঁড়ো
  13. 1/3 চামচলঙ্কার গুঁড়ো
  14. 1/2 চামচগরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাশরুম গরম জল এ ডুবিয়ে রাখতে হবে 20 মিনিট, তারপর শুকনো করে নিতে হবে।

  2. 2

    প্যান এ তেল গরম করে পেঁয়াজ কুচি,রসুন কুঁচি,টমেটো কুঁচি আর কাঁচালঙ্কা দিয়ে নরম করে ভাজতে হবে।

  3. 3

    তারপর এটা মিক্সিতে বেঁটে রাখতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম করে গোটা জিরে স্র তেজপাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে ধোনে গুঁড়ো, হলুদ গুড়ো,লাল লঙ্কার গুঁড়ো, নুন আর সাথে জলের চিতে দিয়ে কষতে হবে।

  6. 6

    মশলা কষে গেলে মটর শুটি আর মাশরুম দিয়ে আরো কিছুক্ষন কষতে হবে।

  7. 7

    তেল আর মশলা আলাদা হলে পরিমিত জল দিয়ে সেধ্য হতে দিতে হবে।

  8. 8

    সেধ্য হয়ে গেলে গরম মশলা দিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

Similar Recipes