মালাই মুর্গ সহযোগে গার্লিক নান

Rimpa Bose Deb
Rimpa Bose Deb @cook_12053576
Pune

কুকপ্যাডটার্নস২

মালাই মুর্গ সহযোগে গার্লিক নান

কুকপ্যাডটার্নস২

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জনের জন্য পরিবেশিত
  1. মালাই মুর্গ
  2. ৫০০ গ্রামমুরগির মাংস
  3. ১০০ গ্রামটকদই
  4. ২ বড় চামচপেয়াঁজ
  5. ১ চা চামচরসুন
  6. ১ চা চামচআদা
  7. ১ বড় চামচকাজু বাদাম
  8. ১ চা চামচকালো গোলমরিচ
  9. স্বাদমতনুন
  10. ১ বড় চামচমাখন
  11. ১ বড় চামচতেল
  12. প্রয়োজনমতফ্রেশ ক্রিম
  13. পরিমাণমতগোটা মশলা (২ টি এলাচ, ৩ টি দারুচিনি,৩ টি লবঙ্গ, ২ টি তেজপাতা)
  14. গার্লিক নান (ওভেন ছাড়া)
  15. ২ কাপময়দা
  16. ১/২ চা চামচবেকিং পাউডার
  17. ১ চা চামচবেকিং সোডা
  18. ১ কাপটক দই
  19. স্বাদমতনুন
  20. পরিমাণমতসামান্য চিনি
  21. ১ বড় চামচধনেপাতাকুচি
  22. পরিমাণমতমাখানোর জন্য গলন্ত মাখন
  23. ১ বড় চামচরসুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মালাই মুর্গ- বাটিতে মুরগির মাংস, টকদই, কালো গোলমরিচ এবং নুন দিয়ে মিশিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করতে হবে।

  2. 2

    প্যানে তেল গরম হলে পেয়াঁজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম মিশিয়ে ভাজতে হবে।

  3. 3

    এরপর মিক্সার গ্রাইন্ডারে বাকি সমস্ত উপকরণ দিয়ে মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে।

  4. 4

    প্যানে মাখন গরম হলে সমস্ত মশলা দিয়ে ভাজতে হবে যতক্ষন না সুগন্ধ বেরোয়। এরপর এতে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস ঢেলে কষাতে হবে।

  5. 5

    নুন যোগ করে নাড়তে হবে। এবার ওই মিহি মিশ্রণটি দিয়ে কষাতে হবে।

  6. 6

    ১০ মিনিট ঢেকে রান্না করতে হবে। এতে ফ্রেশ ক্রিম অংশ গোলমরিচ মেশাতে হবে।

  7. 7

    ধনেপাতাকুচি ছড়িয়ে গরম গরম পরিবেশিত হবে।

  8. 8

    গার্লিক নান- বাটিতে ময়দা ঢেলে, মাঝে গর্ত করে তাতে বেকিং সোডা, বেকিং পাউডার, টকদই, এক চিমটে নুন এবং সামান্য তেল দিয়ে মেশাতে হবে

  9. 9

    ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিতে হবে।

  10. 10

    ৩-৪ ঘন্টা অথবা যতক্ষন না ফুলে ওঠে ততক্ষন ঢেকে রাখতে হবে।

  11. 11

    ৪ টে সমপরিমানে ভাগ করে নিতে হবে। মিশ্রণটি থেকে ১২৫ মিমি দৈর্ঘ্যে চারকোনা আকৃতিতে রুটির মত বেলে নিতে হবে।

  12. 12

    বেলার জন্য সামান্য ময়দা ব্যবহার করতে হবে। নানের মাঝে মিহি করে কাটা রসুনকুচি, ধনেপাতা কুচি দিয়ে আঙুলের সাহায্যে চেপে বসিয়ে নিতে হবে।

  13. 13

    ননস্টিক তাওয়া গরম হলে এতে নানটা দিতে হবে,এবার এক দিক হালকা ফুলে উঠলে অন্য পিঠ উল্টে দিতে হবে।

  14. 14

    অন্যদিকও সেঁকে নিতে হবে। এরপর বাদামী করে আগুনে পুড়িয়ে নিতে হবে।

  15. 15

    নানে গলন্ত মাখন মাখিয়ে নিতে হবে এবং চটজলদি পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rimpa Bose Deb
Rimpa Bose Deb @cook_12053576
Pune
cooking is my pation.....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes