মশালা নান (Masala Nan recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#১লাফেব্রুয়ারি
#নান

মশালা নান (Masala Nan recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
#নান

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩-৪ জন
  1. ৩কাপময়দা
  2. ২টেবিল চামচইস্ট
  3. ১/২কাপটকদই
  4. ১ ১/২চা চামচবেকিং পাউডার
  5. ১/২চা চামচবেকিং সোডা
  6. স্বাদমতোলবণ
  7. ১চা চামচচিনি
  8. ১কাপউষ্ণ জল
  9. ২চা চামচকালোজিরে
  10. ১আঁটি ধনেপাতাকুচি (করা)
  11. ১চা চামচআজোয়ান
  12. ১চা চামচলঙ্কাগুঁড়ো
  13. ৪টেবিল চামচসাদাতেল
  14. প্রয়োজন মতোগলানো মাখন

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    উষ্ণ জলে চিনি গুলে ইস্ট দিয়ে দশমিনিট ঢেকে রেখে ইস্ট একটিভেট করতে হবে। এবার ময়দার মধ‌্য মশলা বাদে সব উপকরণ দিয়ে প্রয়োজনে আরেকটু জল দিয়ে একটা নরম ডো বানাতে হবে। ডো'র গায়ে তেল বুলিয়ে দুইঘন্টা ঢেকে রাখতে হবে।

  2. 2

    দুইঘন্টা পর ডো ফুলে উঠলে আরেকটু ঠেসে নিয়ে বড় লেচি কেটে একটা লেচি সামান্য ময়দা ডাস্ট করে একটু মোটা গোল করে বেলে উপরে ভিজে হাত বুলিয়ে উপরে অল্প কালোজিরে, ধনেপাতা কুচি, আজোয়ান, লঙ্কাগুঁড়ো লাগিয়ে দিতে হবে।

  3. 3

    ননস্টিক প‍্যান গরম করে ওর উপর বেলারুটি দিয়ে সাইডে হাতঝাড়া জল দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে মিনিট খানেক রেখে উলটে দিয়ে অল্প মাখন দিয়ে সাইডে হাতঝাড়া জল দিয়ে আবার চাপা দিয়ে মিনিট খানেক রাখতে হবে। এভাবে বাকি গুলো বানিয়ে নিতে হবে।

  4. 4

    উপরে মাখন ব্রাশ করে পিন্ডি ছোলের সাথে পরিবেশন করতে হবে মশালা নান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes